এত চমৎকার গলা, তাও বাদ রিয়েলিটি শোয়ের অডিশন থেকে! কেঁদে ফেললেন তরুণী, রইল ভিডিও

Last Updated:

আইএএস (IAS) অফিসার অবনীশ শরণ (Awanish Sharan) তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে ৭ অগাস্ট যে ভিডিওটি পোস্ট করেছেন, তা দেখলে এবং তাতে তরুণীর কণ্ঠে গাইড ছবির ওই গান শুনলে খারাপ লাগার কোনও জায়গাই থাকে না।

#নয়াদিল্লি: সাল ১৯৬৫। বিজয় আনন্দের (Vijay Anand) 'গাইড' (Guide) মুক্তি পাওয়ার পর থেকে দেশের মুখে মুখে ফিরছে শচীন দেব বর্মণের (Sachin Dev Burman) সুরে 'পিয়া তোসে নয়না লাগে রে' (Piya Tose Naina Laage Re)। ২০২২ সালে এসে সেই গান আবার হিট। তফাতের মধ্যে ছবি মুক্তির সময়ে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গায়কি নিয়ে কারও কথা বলার জো ছিল না। কিন্তু এবারে প্রশ্নের মুখে এসে দাঁড়াতে হল এক অজ্ঞাতনামা তরুণীকে।
উঁহু! তিনি যে খারাপ গান গেয়ে থাকেন, এমনটা কিন্তু নয়। আইএএস (IAS) অফিসার অবনীশ শরণ (Awanish Sharan) তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে ৭ অগাস্ট যে ভিডিওটি পোস্ট করেছেন, তা দেখলে এবং তাতে তরুণীর কণ্ঠে গাইড ছবির ওই গান শুনলে খারাপ লাগার কোনও জায়গাই থাকে না। সঙ্গত কারণেই ভিডিওটা আপলোড করার সময়ে শরণ লিখেছেন- মেয়েটি এত ভাল গান গায়, ওর বাদ যাওয়ার কোনও কারণই নেই!
advertisement
advertisement
ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে 'পিয়া তোসে নয়না লাগে রে' গাইতে গাইতে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী, অতঃ পর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে এক রিয়েলিটি শোয়ের অডিশন থেকে বাদ পড়ার দুঃখ, অপমানের কারণ এই অশ্রুধারা! সোশ্যাল মিডিয়া এর পর প্রায় একচেটিয়া ভাবে ওই তরুণীরই পক্ষ নিয়েছে। ইউজাররা রীতিমতো সহানুভূতি আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ওই তরুণীকে।
advertisement
এক ইউজার যেমন রিয়েলিটি শোয়ের ট্রেন্ডকে কটাক্ষ করে লিখেছেন, আর যা-ই থাক না কেন, এই সব শোয়ে রিয়েলিটি বলে কিছু থাকে না। থাকলে ওই তরুণী বাদ পড়তেন না। অনেকেই ওই তরুণীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যে প্রতিভা তার পথ ঠিক করে নেয়, অতএব হতাশ না হয়ে তিনি যেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করেন।
advertisement
অবশ্য, বিতর্কও রয়েছে। বেশ কিছু ইউজার প্রশ্ন তুলেছেন সরাসরি, ওই তরুণী রিয়েলিটি শোয়ের নাম কেন প্রকাশ করলেন না? তাঁদের দাবি, ভিডিওয় যে গান শোনা যাচ্ছে, মনে হচ্ছে তা নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহার করে রেকর্ড করা, নয় তো স্টুডিওয় তোলা! ফলে, তাঁরা তরুণীর প্রতিভা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এত চমৎকার গলা, তাও বাদ রিয়েলিটি শোয়ের অডিশন থেকে! কেঁদে ফেললেন তরুণী, রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement