জঙ্গলে বেড়াতে গিয়ে বিপত্তি, একদল মহিলার পথ আটকাল ভাল্লুক, ভিডিও দেখে অবাক হবেন

Last Updated:

হাড় হিম করা এই ভিডিও দেখে  তাজ্জব হয়ছেন নেটিজেনরা।

#নয়াদিল্লি: চিড়িয়াখানার খাঁচায় ভাল্লুক  অনেকেই দেখেছেন । কিন্ত বাস্তবে ঘন জঙ্গলের মধ্যে চোখের সামনে ভাল্লুক দেখেছেন কখনও? শুনে আতঙ্কে গা শিউড়ে উঠলেও ঠিক এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন একদল মহিলা ।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ঘন অরণ্যে বেড়াতে গিয়ে বিপত্তির মুখে পড়তে হয়েছে  একদল মেয়েকে।  ভিডিওতে দেখা গিয়েছে ,  ঘন অরণ্যের মধ্যে একদল মহিলার পথ আটকেছে বিশাল এক ভাল্লুক ।
advertisement
advertisement
শুধু তাই নয়, একে একে প্রত্যেককে পর্যবেক্ষণ করছে ভাল্লুকটি । কিন্তু বারবার পর্যবেক্ষণ করার পরেও মন ভরছে না তার । ফের নতুন করে পর্ষবেক্ষণ করছে আবার । প্রায় প্রাণ হাতে করে দাঁড়িয়ে আছে মহিলারা ।
advertisement
ভাল করে আপাদমস্তক পর্যবেক্ষণের পরে তবেই পথ ছাড়ছে হিংস্র পশুটি । হাড় হিম করা এই ভিডিও দেখে  তাজ্জব হয়ছেন নেটিজেনরা । চোখের সামনে বিশাল এক ভাল্লুককে দেখে একেবারে  ভিরমি  খাওয়ার মত অবস্থা হয়েছে মহিলা দলের ।
ভিডিওর শেষে দেখা গিয়েছে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষার পরে অবশেষে মেয়েদের পথ ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় ভাল্লুক । ভাল্লুকটি চলে যাওয়ায় কোনও মতে ধড়ে প্রাণ আসে মহিলাদের । এই আশ্চর্য ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট মহলে। হিংস্র পশুর এই অদ্ভুত কার্যকলাপ মন কেড়েছে নেটিজেনদের ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জঙ্গলে বেড়াতে গিয়ে বিপত্তি, একদল মহিলার পথ আটকাল ভাল্লুক, ভিডিও দেখে অবাক হবেন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement