তুরস্কের হসপিটালে ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে যাওয়ার জন্য মিনি কার
- Published by:Brototi Nandy
Last Updated:
একজন ক্যান্সার রোগীকে তার সারাটা জীবন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ , উদ্বেগ এবং চিকিৎসার সম্মুখীন হতে হয়। ক্যান্সার আক্রান্ত শিশুদের এই দুর্গম লড়াইকে সহজ করতে তুরস্কের একটি হাসপাতাল স্ট্রেচারের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছে। hospital started electric car for cancer affected children
তুরস্কের আনাদোলু এজেন্সি নামক একটি রাষ্ট্র-চালিত সংবাদ সংস্থা টুইটারে সম্প্রতি একটি হৃদয়স্পর্শী ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তুরস্কের একটি হসপিটালে ক্যান্সার আক্রান্ত শিশুদের ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়ার জন্য একধরণের ব্যাটারি চালিত মিনি গাড়ি চালু করেছে। যে কোন শিশুদের কাছেই এই ধরণের গাড়ি খুবই পছন্দের। একজন ক্যান্সার আক্রান্ত শিশুর জীবন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটে। তাই তাদের সুন্দর জীবনের কয়েকটি মুহূর্তকে খুশিতে ভোরে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের এই প্রচেষ্টা সকলের মন জয় করে নিয়েছে। সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো ছোট গাড়িগুলো শিশুদের মুখের হাসি ফিরিয়ে আনতে এবং তাদের মধ্যে প্রফুল্ল বোধ জাগাতে খুবই সাহায্য করেছে। তাছাড়া শিশুদের জন্য হসপিটালের দেয়ালগুলোতে লাগানো হয়েছে অ্যানিমেটেড ওয়ালপেপার যা তাদের খুশিকে দ্বিগুন করে তোলে এবং হসপিটালের করিডোরে বাজছে মন ভালো করা গান যা শিশুদের উদ্বেগ দূর করতে অনেক বড় অবদান রাখে। ভিডিওটি এখানে দেখুন -
(VIDEO) Turkish hospital gives children electric cars to drive to cancer treatment
At a hospital in Turkish city of Kayseri, children with cancer can get on mini battery-operated cars, instead of a stretcher, to go to their treatment room pic.twitter.com/0GjmsKeTac — ANADOLU AGENCY (@anadoluagency) February 1, 2023
advertisement
advertisement
আনাদোলু এজেন্সি এই ভিডিওটি টুইটারে পোস্ট করার পর থেকে এটি ৩০০০ এরও বেশি ভিউস সংগ্রহ করেছে। ভিডিওটিতে ক্যাপশনে লেখা হয়েছিল "তুর্কি হাসপাতাল ক্যান্সারের চিকিৎসার জন্য বাচ্চাদের বৈদ্যুতিক গাড়ি দেয়। তুরস্কের শহর কায়সারির একটি হাসপাতালে, ক্যান্সার আক্রান্ত শিশুরা তাদের চিকিৎসা কক্ষে যাওয়ার জন্য স্ট্রেচারের পরিবর্তে মিনি ব্যাটারি চালিত গাড়িতে উঠতে পারে। ”
advertisement
একজন ক্যান্সার রোগীকে তার সারাটা জীবন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ , উদ্বেগ এবং চিকিৎসার সম্মুখীন হতে হয়। ক্যান্সার আক্রান্ত শিশুদের এই দুর্গম লড়াইকে সহজ করতে তুরস্কের একটি হাসপাতাল স্ট্রেচারের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছে।
গাড়িতে উঠে বসার সময় শিশুদের মুখের আনন্দ যে কোন মানুষের মনে শিহরণ জাগাবে। হাসপাতাল কর্তৃপক্ষের এই প্রচেষ্টা এবং কাজ সত্যি প্রশংসনীয়।
advertisement
ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে বহু লোকেরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন।
একজন ইউসার লিখেছেন "ঈশ্বর আশীর্বাদ করুন!"
দ্বিতীয় জন মন্তব্য করেছেন “দারুণ উদ্যোগ।"
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 11:37 AM IST