High Paying Jobs: এই ১০টা চাকরি, আগামী ১০ বছরে রমরমিয়ে থাকবে! মোটা টাকা মাইনে, আজ থেকে প্রস্তুতি নিলে ভবিষ্যত উজ্জ্বল

Last Updated:

Jobs- সফটওয়্যার ডেভেলপার এবং ফাইনান্স ম্যানেজার মতো পেশায় সহজেই ছয় অঙ্কের বেতন পাওয়া যায়। আগামী ১০ বছরেও কিছু পেশার চাহিদা থাকার সম্ভাবনা রয়েছে।

News18
News18
কলকাতা : পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত। পড়াশোনা থেকে শুরু করে চাকরির জগত, সবই বদলাচ্ছে। এআই-এর যুগে এখনও অনেকে মোটা মাইনের চাকরি করছেন। আবার নতুন কাজের সুযোগও তৈরি হচ্ছে। সফটওয়্যার ডেভেলপার এবং ফাইনান্স ম্যানেজার মতো পেশায় সহজেই ছয় অঙ্কের বেতন পাওয়া যায়। আগামী ১০ বছরেও কিছু পেশার চাহিদা থাকার সম্ভাবনা রয়েছে।
টেকনোলজি, ম্যানেজমেন্ট এবং হেল্থ সার্ভিস সেক্টরের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন চাকরিগুলোর চাহিদা ভবিষ্যতেও যথেষ্ট থাকবে। আপনি যদি এখন কলেজে পড়েন এবং ভবিষ্যৎ নিয়ে প্রস্তুতি না নেন, তা হলে পরে কেরিয়ার বেছে নিতে সমস্যায় পড়বেন। পরবর্তী ১০ বছরের ট্রেন্ড সম্পর্কে একটি ধারণা আজ আমরা দেব। এমন কোনও ফিল্ডে কাজ শুরু করবেন না, যার ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হয়। ২-৩ বছরের অভিজ্ঞতার পর সেই ক্ষেত্র থেকে বের হওয়া বা কেরিয়ারে উন্নতি করা কঠিন হয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন- ভেলোরে চিকিৎসার খরচ এত কম কেন? রয়েছে একটা বড় কারণ, অনেকেই কিন্তু জানেন না
বর্তমানে প্রযুক্তিগত উন্নতি, হেল্থ সার্ভিস এবং বিজনেস প্রসেসে ডিজিটালাইজেশন খুব দ্রুত গতিতে বাড়ছে। আপনি চাইলে এই ক্ষেত্রগুলোর সঙ্গে সম্পর্কিত কোনো পেশায় যুক্ত হতে পারেন। পরের ১০ বছর যে চাকরিগুলিতে নিশ্চয়তা থাকবে সেগুলি হল-
advertisement
advertisement
সফটওয়্যার ডেভেলপার (Software Developer), ফিনান্স ম্যানেজার (Financial Manager), কম্পিউটার ও তথ্য পদ্ধতি ব্যবস্থাপক (Computer and Information Systems Manager / CIS Manager), জেনারেল ও অপারেশনস ম্যানেজার (General and Operations Manager), চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপক (Medical and Health Services Manager), নার্স প্র্যাকটিশনার (Nurse Practitioner), নার্স (Registered Nurse), ব্যবস্থাপনা বিশ্লেষক (Management Analyst), ডেটা সায়েন্টিস্ট (Data Scientist), তথ্য নিরাপত্তা বিশ্লেষক (Information Security Analyst), হিসাবরক্ষক ও নিরীক্ষক (Accountants and Auditors)।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
High Paying Jobs: এই ১০টা চাকরি, আগামী ১০ বছরে রমরমিয়ে থাকবে! মোটা টাকা মাইনে, আজ থেকে প্রস্তুতি নিলে ভবিষ্যত উজ্জ্বল
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement