Medical: ভেলোরে চিকিৎসার খরচ এত কম কেন? রয়েছে একটা বড় কারণ, অনেক মানুষ কম খরচে সুস্থ হয়ে বাড়ি ফেরেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Medical- ভেলোরে হাসপাতালগুলির বেশিরভাগ খরচ হয় চ্যারিটেবল মিশনারি ট্রাস্টের তহবিল থেকে। ফলে সেখানে চিকিৎসার জন্য যন্ত্র কেনা থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ, সব খরচই চলে ট্রাস্টের হিসেবে। তাই রোগীদের উপর বাড়তি বিলের বোঝা চাপে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই যেমন ধরুন ভেলোরের জনপ্রিয় সিএমসি হাসপাতাল পরিচালনার দায়িত্ব কেনেডিয়ান চ্যারিটেবল ট্রাস্ট-এর উপর। ফলে সেখানে কর্পোরেট ধাঁচে কোনওকিছুই চলে না। ওটি থেকে বেড ভাড়া, সবই সেখানে কম। কিন্তু কর্পোরেট পরিচালিত হাসপাতালে রিটার্ন অন ইনভেস্টমেন্ট-এর ব্যাপারটি থাকে। অর্থাৎ যা বিনিয়োগ হয়েছে তার থেকে লাভ তোলার ব্যাপার।