Boyfriend on Rent: বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Boyfriend on Rent: গত ৫ বছর ধরে অবিবাহিত মহিলাদের তিনি এই পরিষেবা দিচ্ছেন
বয়ফ্রেন্ড লাগবে? পেয়ে যাবেন ভাড়ায়৷ অভিনব পরিষেবা নিয়ে হাজির গুরগাঁওয়ের এক যুবক৷ ভ্যালেন্টাইন্স ডে-তে এই পরিষেবা দিয়েছিলেন তিনি৷ ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা৷ প্রেম দিবসে তিনি এক লম্বা ইনস্টা পোস্ট দিয়েছিলেন৷ কোনও জড়তা বা ভনিতা ছাড়াই মন খুলে বলেছিলেন মানুষের জীবনে একাকিত্বের ভয়াবহতার কথা৷
৩১ বছর বয়সি এই তরুণ স্বীকার করেছেন বন্ধুদের প্রেম করতে দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে পড়েছেন৷ তাঁরও মনে ধরেছিল কাউকে৷ কিন্তু সেই নারী তাঁকে বন্ধু হিসেবেই দেখে গিয়েছেন৷ প্রেমিক ভাবতে পারেননি৷
অবশেষে একাকিত্ব কাটাতে বেছে নিলেন উপায়৷ রথ দেখা, কলা বেচার মতো তিনি প্রেমিক-পরিষেবা দেবেন৷ নিজের ও অন্যের নিঃসঙ্গতা কাটানোর পাশাপাশি আবার উপার্জনও করবেন৷ গত ৫ বছর ধরে অবিবাহিত মহিলাদের তিনি এই পরিষেবা দিচ্ছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক
এ বছরও ভ্যালেন্টাইন্স ডে-এর আগে তিনি একটি ছবি পোস্ট করেন নিজের৷ সেখানে তিনি একটি বড় পোস্টার ধরেছিলেন৷ সেখানে লেখা ছিল ভাড়ায় পাওয়া যাবে প্রেমিক৷ তাঁর হাতে ধরা ছিল লাল গোলাপ৷ তবে তিনি জানিয়েছেন তাঁর এই উদ্যোগ শরীরের খিদে মেটানো বা অর্থ উপার্জনের জন্য নয়৷ পরিবর্তে তিনি এই মধুমাসে একাকী হৃদয়দের পাশে থাকতে চান৷
advertisement
advertisement
তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়৷ ফোনের ইনবক্স ছাপিয়ে আসে শতাধিক মেসেজ৷ তবে সবার সঙ্গে তো আর প্রেমের সময় যাপন করা হয়ে ওঠে না৷ ৫ বছর ধরে পরিষেবা শুরুর পর আজ পর্যন্ত ৫০ বারের বেশি ডেটিংয়ে গিয়েছেন তিনি৷ রেস্তরাঁ, লং ড্রাইভ, গভীর সংলাপ-নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে৷ নেট মহলে তাঁর এই পরিষেবা নিয়ে প্রচুর ঠাট্টা ইয়ার্কি হলেও তিনি নিজের কাজে অবিচল৷ তাঁর কথায়, ‘‘যদি আপনার একা লাগে, সঙ্গীর অভাব বোধ করেন তাহলে তাহলে আমার কাছে আসতে কুণ্ঠা বোধ করবেন না৷ ভাড়ার অর্থের বিনিময়ে আমি আপনাকে আপনার জীবনের সেরা ডেট উপহার দেব৷’’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 9:09 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Boyfriend on Rent: বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি