Boyfriend on Rent: বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি

Last Updated:

Boyfriend on Rent: গত ৫ বছর ধরে অবিবাহিত মহিলাদের তিনি এই পরিষেবা দিচ্ছেন

ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা
ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা
বয়ফ্রেন্ড লাগবে? পেয়ে যাবেন ভাড়ায়৷ অভিনব পরিষেবা নিয়ে হাজির গুরগাঁওয়ের এক যুবক৷ ভ্যালেন্টাইন্স ডে-তে এই পরিষেবা দিয়েছিলেন তিনি৷ ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা৷ প্রেম দিবসে তিনি এক লম্বা ইনস্টা পোস্ট দিয়েছিলেন৷ কোনও জড়তা বা ভনিতা ছাড়াই মন খুলে বলেছিলেন মানুষের জীবনে একাকিত্বের ভয়াবহতার কথা৷
৩১ বছর বয়সি এই তরুণ স্বীকার করেছেন বন্ধুদের প্রেম করতে দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে পড়েছেন৷ তাঁরও মনে ধরেছিল কাউকে৷ কিন্তু সেই নারী তাঁকে বন্ধু হিসেবেই দেখে গিয়েছেন৷ প্রেমিক ভাবতে পারেননি৷
অবশেষে একাকিত্ব কাটাতে বেছে নিলেন উপায়৷ রথ দেখা, কলা বেচার মতো তিনি প্রেমিক-পরিষেবা দেবেন৷ নিজের ও অন্যের নিঃসঙ্গতা কাটানোর পাশাপাশি আবার উপার্জনও করবেন৷ গত ৫ বছর ধরে অবিবাহিত মহিলাদের তিনি এই পরিষেবা দিচ্ছেন৷
advertisement
advertisement
এ বছরও ভ্যালেন্টাইন্স ডে-এর আগে তিনি একটি ছবি পোস্ট করেন নিজের৷ সেখানে তিনি একটি বড় পোস্টার ধরেছিলেন৷ সেখানে লেখা ছিল ভাড়ায় পাওয়া যাবে প্রেমিক৷ তাঁর হাতে ধরা ছিল লাল গোলাপ৷ তবে তিনি জানিয়েছেন তাঁর এই উদ্যোগ শরীরের খিদে মেটানো বা অর্থ উপার্জনের জন্য নয়৷ পরিবর্তে তিনি এই মধুমাসে একাকী হৃদয়দের পাশে থাকতে চান৷
advertisement
View this post on Instagram

A post shared by Shakul Gupta (@shakulgupta)

advertisement
তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়৷ ফোনের ইনবক্স ছাপিয়ে আসে শতাধিক মেসেজ৷ তবে সবার সঙ্গে তো আর প্রেমের সময় যাপন করা হয়ে ওঠে না৷ ৫ বছর ধরে পরিষেবা শুরুর পর আজ পর্যন্ত ৫০ বারের বেশি ডেটিংয়ে গিয়েছেন তিনি৷ রেস্তরাঁ, লং ড্রাইভ, গভীর সংলাপ-নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে৷ নেট মহলে তাঁর এই পরিষেবা নিয়ে প্রচুর ঠাট্টা ইয়ার্কি হলেও তিনি নিজের কাজে অবিচল৷ তাঁর কথায়, ‘‘যদি আপনার একা লাগে, সঙ্গীর অভাব বোধ করেন তাহলে তাহলে আমার কাছে আসতে কুণ্ঠা বোধ করবেন না৷ ভাড়ার অর্থের বিনিময়ে আমি আপনাকে আপনার জীবনের সেরা ডেট উপহার দেব৷’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Boyfriend on Rent: বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement