Costly Sun Umbrella: বৃষ্টি থেকে বাঁচাবে না, তবুও এই ছাতার দাম লাখ টাকার বেশি! কী এমন আছে!

Last Updated:

Costly Sun Umbrella: বৃষ্টি থেকে বাঁচাবে না। তাও এই ছাতা নিয়ে ধনী মানুষদের উত্সাহের শেষ নেই। এমন কী স্পেশাল এই ছাতা!

স্পোর্টসওয়্যার-এ নামজাদা সংস্থা Gucci ও Adidas. এবার চিনের বাজারে তারা ব্যাপক দামি ছাতা বিক্রি করছে।
এই ছাতা বৃষ্টি আটকাবে না। তবুও দাম ১৬৬৪ ডলার। অর্থাত্ ভারতীয় টাকায় ১ লাখ ২৭ হাজার ৭৪৬ টাকা। এই ছাতা বৃষ্টি আটকাবে না। তবুও দাম ১৬৬৪ ডলার। অর্থাত্ ভারতীয় টাকায় ১ লাখ ২৭ হাজার ৭৪৬ টাকা।
এই ছাতা Sun Umbrella বলা হয়। তবে এটি ওয়াটারপ্রুফ নয়। এই ছাতা ট্রেফিল ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। এই ছাতা Sun Umbrella বলা হয়। তবে এটি ওয়াটারপ্রুফ নয়। এই ছাতা ট্রেফিল ডিজাইনে প্রস্তুত করা হয়েছে।
advertisement
advertisement
এই ছাতা বড়জোর রোদ থেকে বাঁচাতে পারে। তা হলে এমন ছাতার এত দাম কেন! আসলে এই ছাতা স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যাবহার করেন অনেকে। এই ছাতা বড়জোর রোদ থেকে বাঁচাতে পারে। তা হলে এমন ছাতার এত দাম কেন! আসলে এই ছাতা স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যাবহার করেন অনেকে।
advertisement
চিনে লাক্সারি জিনিসের বাজার নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা হয়। তবে এই বহুমূল্য ছাতা চিনের সেই বাজারকে আরও বেশি স্পটলাইটে এনেছে। চিনে লাক্সারি জিনিসের বাজার নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা হয়। তবে এই বহুমূল্য ছাতা চিনের সেই বাজারকে আরও বেশি স্পটলাইটে এনেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Costly Sun Umbrella: বৃষ্টি থেকে বাঁচাবে না, তবুও এই ছাতার দাম লাখ টাকার বেশি! কী এমন আছে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement