• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • এক নজরে দেখে নিন, কলকাতায় আজকের সোনার দাম গ্রাম পিছু

এক নজরে দেখে নিন, কলকাতায় আজকের সোনার দাম গ্রাম পিছু

প্রতিদিনের ওঠাপড়ার জীবনে সামান্যতম সঞ্চয়ও বারবার উঁকি দেয় মনের কোণে

প্রতিদিনের ওঠাপড়ার জীবনে সামান্যতম সঞ্চয়ও বারবার উঁকি দেয় মনের কোণে

প্রতিদিনের ওঠাপড়ার জীবনে সামান্যতম সঞ্চয়ও বারবার উঁকি দেয় মনের কোণে

 • Share this:

  #কলকাতা: প্রতিদিনের ওঠাপড়ার জীবনে সামান্যতম সঞ্চয়ও বারবার উঁকি দেয় মনের কোণে সোনা কিনতে ৷ বারবার ইচ্ছে হলেও পকেট কিছুতেই পারমিট করেনা বাড়তি একটু সঞ্চয় করে সোনার পরশ পেতে ৷ সোনার দাম সে যাই হোক উৎসবে বা পার্বণে একটু সোনা কিনতে কম বেশি ইচ্ছে করে সবারই ৷ যদি সোনার দাম আয়ত্তের মধ্যে হয় তাহলে তো কোনও কথাই নেই ৷ এক নজরে দেখে নেওয়া যাক আজ (৯ অগাস্ট) কলকাতায় সোনার দাম ৷

  আজ (৯ অগাস্ট) কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম এক নজরে

  ১ গ্রাম সোনার দাম  ২,৯১২ টাকা (বেড়েছে মাত্র ১ টাকা) ৷ ৮ গ্রাম সোনার দাম  ২৩,২৯৬ টাকা (বেড়েছে মাত্র ৮ টাকা) ৷ ১০ গ্রাম সোনার দাম  ২৯,১২০ টাকা (বেড়েছে ১০ টাকা) ৷ ১০০ গ্রাম সোনার দাম  ২,৯১,২০০ টাকা (বেড়েছে ১০০ টাকা)

  গতকাল (৮ অগাস্ট) কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম ছিল

  ১ গ্রাম সোনার দাম  ২,৯১১ টাকা ৷ ৮ গ্রাম সোনার দাম  ২৩,২৮৮ টাকা ৷ ১০ গ্রাম সোনার দাম  ২৯,১১০ টাকা ৷ ১০০ গ্রাম সোনার দাম  ২,৯১,১০০ টাকা ৷

  আজ (৯ অগাস্ট) কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম এক নজরে

  ১ গ্রাম সোনার দাম ৩,১৫৬ টাকা ৷ (বেড়েছে মাত্র ১ টাকা) ৷ ৮ গ্রাম সোনার দাম ২৫,২৪৮ টাকা ৷ (বেড়েছে মাত্র ৮ টাকা) ৷ ১০ গ্রাম সোনার দাম ৩১,১৫৬ টাকা ৷ (বেড়েছে ১০ টাকা) ৷ ১০০ গ্রাম সোনার দাম ৩,১৫,৬০০ টাকা ৷ (বেড়েছে ১০০ টাকা) ৷

  গতকাল (৮ অগাস্ট) কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম ছিল

  ১ গ্রাম সোনার দাম  ৩,১৫৫ টাকা ৷ ৮ গ্রাম সোনার দাম  ২৫,২৪০ টাকা ৷ ১০ গ্রাম সোনার দাম  ৩১,৫৫০ টাকা ৷ ১০০ গ্রাম সোনার দাম  ৩,১৫,৫০০ টাকা ৷

  একবার সোনার দোকানে ঢুঁ মারতেই পারেন ৷ যাচাই করে দেখে শুনে এই বেলায় সেরে নিন সোনার কেনাকাটা ৷ কেননা সামনেই উৎসবের মরশুম ৷

  First published: