Gold: নদীর বালিতে হাত দিলেই মেলে সোনা! কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বেই 'এই' নদী...! যাবেন নাকি একবার?

Last Updated:

Gold: ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীর বালিতে এককালে সোনার কণা পাওয়া যেত। এখনও কি সেই সোনা মেলে? জানুন সুবর্ণরেখার সোনার রহস্য

বালিতে সোনা
বালিতে সোনা
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সামনেই ধনতেরাস। সোনা কেনার হিড়িক লাগে সকলের মধ্যে। তবে পছন্দের সেই সোনার দাম এখন লাখ টাকা ছাড়িয়েছে। তবে যদি এমন হত, আপনি গেলেন কিছুটা সময় নদীর পাড়ে কাটাতে, আর সেখানেই নদীর বালিতে হাত দিলেই পাওয়া যেত সোনা! হ্যাঁ চমকে উঠছেন তাই তো? তবে এককালে নদীর বালিতেই পাওয়া যেত সোনা, চালুনি দিয়ে ছেঁকে সোনা তুলতেন গ্রামের মানুষ। তাই হয়তো এই নদীর নাম এমন। এমনই মনে করেন গবেষকেরা। এককালে সত্যিই, এই নদীর বালিতে বিশেষ পদ্ধতিতে সোনার কণা পেতেন সকলে। আর এতেই সংসার নিজেদের রোজগার চলত বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের মানুষজনের।
ঝাড়খন্ডে উৎপত্তি, পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী। নদী কেন্দ্রিক এলাকায় নদীর উপর ভরসা তীরবর্তী মানুষজনের। তবে জানেন, এই নদীতেই নাকি পাওয়া যেত সোনা? এখনও অল্প বিস্তর পাওয়া যায় কোথাও কোথাও! তবে আপনিও যাবেন নাকি সোনার খোঁজ করতে? সুবর্ণরেখা নদীর সঙ্গে সোনার সম্পর্ক বহুদিনের। ঝাড়খন্ড হোক কিংবা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় বহু মানুষ এই নদীর বালি থেকে সোনা আহরণ করে বিক্রি করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতেন। শুনতে যতটা সহজ মনে হলেও আদতে সেই প্রক্রিয়া এতটা সহজ নয়। তবে আদৌ কি সোনা পাওয়া যায়?
advertisement
আরও পড়ুন: দেখতে হুবহু…! মেদিনীপুরের নতুন আকর্ষণ ‘এই’ ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা, ঘুরতে গেলে মিস করবেন না
পশ্চিমবঙ্গ, ওড়িশা কিংবা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অন্যতম এক নদী সুবর্ণরেখা। নদীটির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনা কথাটি। মনে করা হয় নদীর বালিতেই পাওয়া যেত সোনা যা এখনও পাওয়া যায়। নদীর বালি থেকে সোনা বের করে তা বিক্রি করে সংসার চালান বহু মানুষ। তবে কোথা থেকে আসছে সোনা? আদৌ কি সোনা পাওয়া যায়? সেই প্রশ্ন এখন প্রত্যেকের। তবে ভূবিজ্ঞানীদের কাছে এখনও প্রতিষ্ঠিত কোনও তথ্য নেই। মনে করা হয়, নদীর জলে দ্রবীভূত হয় সোনা। যা মিশে যায় বালির সঙ্গে। বহু প্রক্রিয়ার পর সেই সোনা উদ্ধার করেন গ্রামের মানুষ, যা একটা চাল দানার থেকেও ছোট।
advertisement
advertisement
আরও পড়ুন: মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, বাড়িতে বসেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা
ঝাড়খণ্ডে এমন কিছু জায়গা রয়েছে যেখানে স্থানীয় আদিবাসীরা সকালে এই নদীতে যান এবং সোনার কণা সংগ্রহ করতে নদীর বালিতেই সারাটা দিন কাটিয়ে দেন। যুগ যুগ ধরে তাঁরা এই কাজ করে চলেছেন। তমাড় ও সারান্ডা এলাকার নারী-পুরুষ ও শিশুরা ভোরে উঠে নদী থেকে সোনা আহরণ করেন। শুধু তাই নয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় দেখা যায় সোনা আহরণ করতে। তবে বিষয়টা ঠিক কী? গবেষকেরা মনে করছেন, সোনার আকরিক পাওয়া যেতে পারে নদীর বালিতে। যা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সামান্য খুব ছোট একটা দানা হয়তো পাওয়া যেতে পারে। তবে অত্যন্ত চকচকে সোনা নয়, খনিজ সোনা হতে পারে। যদিও এখনও তা সঠিক তথ্য পাওয়া যায়নি।
advertisement
গবেষকদের অনুমান, এই নদীটি বহু পাথরের খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত যায়, সেই সময়ে ঘর্ষণের ফলেই নাকি সোনার কণা জলে দ্রবীভূত হয়ে যায়। শুনতে যতটা সহজ বলে মনে হয়, সুবর্ণরেখা নদী থেকে সোনা তোলা কিন্তু ততটাই কঠিন। নদীর বালি থেকে সোনা তুলতে হয় অনেক কষ্ট করে। এই কণাগুলি এক একটি চালের দানার সমান বা তার চেয়েও ছোটো। স্বাভাবিকভাবে কয়েক হাজার বছর ধরে এই সোনা রহস্যর কোনও সমাধান হয়নি, তবুও ভাষা সংস্কৃতি যেমন এক সোনালী ইতিহাস সৃষ্টি করেছে তেমনি সুবর্ণরেখাও বয়ে চলেছে সোনার গল্প।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Gold: নদীর বালিতে হাত দিলেই মেলে সোনা! কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বেই 'এই' নদী...! যাবেন নাকি একবার?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement