রাতের আকাশে আচমকাই ভেসে উঠল উজ্জ্বল এক রহস্যজনক স্পাইরাল বস্তু ! অবশেষে এর সম্ভাব্য কারণ সামনে আনল হাওয়া অফিস

Last Updated:

Glowing Spiral seen in the sky: এহেন দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে, এটা কি কোনও পাখি? না কি কোনও উড়োজাহাজ? তবে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, স্পষ্টতই সেটা নয়।

রাতের আকাশে আচমকাই ভেসে উঠল উজ্জ্বল এক রহস্যজনক স্পাইরাল বস্তু ! (Image: @metoffice/X)
রাতের আকাশে আচমকাই ভেসে উঠল উজ্জ্বল এক রহস্যজনক স্পাইরাল বস্তু ! (Image: @metoffice/X)
লন্ডন: সোমবার সন্ধ্যা নামতেই ব্রিটেন এবং আয়ারল্যান্ডের অন্ধকার আকাশে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য। দেখা মিলল একটি বড় উজ্জ্বল স্পাইরাল বস্তুর। দেখে মনে হচ্ছিল যেন কোনও মেঘ ক্রমাগত ঘুরে চলেছে। চাকা ঘুরলে যেমনটা হয়, অনেকটা ঠিক সেরকমই ছিল সেই দৃশ্য। আর এহেন দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে, এটা কি কোনও পাখি? না কি কোনও উড়োজাহাজ? তবে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, স্পষ্টতই সেটা নয়।
ডেনমার্কের একেবারে উত্তরে এবং ইতালির মিলানের একেবারে দক্ষিণে যেসব নক্ষত্র পর্যবেক্ষকরা এই দৃশ্য দেখেছেন, তাঁরা জানিয়েছেন যে, কয়েক মিনিটের জন্য দেখা গিয়েছিল মেঘের মতো প্যাঁচালো একটি বস্তু। তারপরেই সেটি মিলিয়ে গিয়েছিল।
advertisement
advertisement
এদিকে আবহাওয়া অফিসের তরফে এক্স-এ পোস্ট করে জানানো হয় যে, সম্ভবত এলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের জমাট বাঁধা ধোঁয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে। হাওয়া অফিসের বক্তব্য, ওই রকেট থেকে নির্গত জমাট বাঁধা ধোঁয়া বায়ুমণ্ডলে চক্রাকারে ভেসে বেড়াচ্ছে এবং সূর্যালোককে প্রতিফলিত করছে। যার ফলে এটি আকাশে স্পাইরাল বস্তু হিসেবে ভেসে উঠেছে।
advertisement
যখন ফ্যালকন ৯-এর দ্রুত ঘূর্ণায়মান উপরের অংশ থেকে রকেটের জ্বালানি বার হয়, তখন অবিলম্বে মহাকাশে এই স্পাইরাল জমাট বাঁধে। আর এটা হয় উচ্চতার কারণেই। জমাট বাঁধা এই স্পাইরাল এরপর সূর্যালোককে পৃথিবীর দিকে প্রতিফলিত করে। যা রাতের আকাশে দৃশ্যমান হয়।

View this post on Instagram

A post shared by CNN (@cnn)

advertisement
ল্যাঙ্কাশায়ারের লিথাম সেন্ট অ্যানেসের ওয়ান স্কাই নিউজ রিডার বলেন যে, সেই প্যাঁচালো বস্তুটি তৈরি হওয়ার আগে সবার প্রথমে উজ্জ্বল আলো হিসেবে দেখা গিয়েছে। এরপর তার চারপাশে একটা ঝাপসা রিং বা বলয় তৈরি হয়েছে। তারপর তৈরি হয় একটি স্পাইরাল বা ঘূর্ণায়মান বস্তু।
advertisement
ওই রিডারের আরও বক্তব্য, এটি এর উপরে প্রায় পাঁচ মিনিট ধরে যেন ঝুলন্ত অবস্থায় ছিল। তারপর নড়াচড়া করতে শুরু করে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।
ইতিমধ্যে কীলে উইলিয়ামস বলেন যে, ওই প্যাঁচালো ঘূর্ণায়মান বস্তুটি ঝাপসা অবস্থায় দেখা গিয়েছিল। এরপর ঘূর্ণায়মান হিসেবে দেখা যাওয়ার আগে তা রীতিমতো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছিল। প্রসঙ্গত, সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে (স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ) ফ্লোরিডা থেকে একটি মার্কিন সরকারের শ্রেণীবদ্ধ অভিযানে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাতের আকাশে আচমকাই ভেসে উঠল উজ্জ্বল এক রহস্যজনক স্পাইরাল বস্তু ! অবশেষে এর সম্ভাব্য কারণ সামনে আনল হাওয়া অফিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement