Riyan Parag: ‘রিয়ান পরাগের পা ছুঁতেও দর্শক ঢুকে পড়ছেন মাঠে...!’ কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়ায়, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্নও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Fan Invades Pitch To Touch Riyan Parag's Feet: রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচ চলাকালীন এদিন মাঠে ঢুকে পড়েন এক দর্শক ৷ এবং রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের পা ছুঁতে পিচের উপর এসে সোজা মাটিতেই শুয়ে পড়েন তিনি !
গুয়াহাটি: ইডেনে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে নিরাপত্তা ভেঙে বিরাট কোহলিকে প্রণাম করতে মাঠে ঢুকে পড়ে এক যুবক ৷ তারপর তাকে গ্রেফতারও করা হয় ৷ আদালত ওই যুবককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ৷ এই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের একই দৃশ্য দেখা গেল এবার গুয়াহাটির স্টেডিয়ামে ৷ রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচ চলাকালীন এদিন মাঠে ঢুকে পড়েন এক দর্শক ৷ এবং রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের পা ছুঁতে পিচের উপর এসে সোজা মাটিতেই শুয়ে পড়েন তিনি !
কঠোর নিরাপত্তা ভেঙে এভাবে একের পর এক দর্শক মাঠে কীভাবে ঢুকে পড়ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অনেকেই এই ধরনের ঘটনাকে সমর্থকদের পাগলামি বলে দাগিয়ে দেন, অনেকে আবার নিরাপত্তা নিয়ে উষ্মাপ্রকাশও করেন। প্রশ্ন ওঠে বর্ষাপাড়া স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও।
advertisement
advertisement
Fan invaded pitch for Riyan parag 😭😭
Itna bura din aagaya 😭 pic.twitter.com/FfI8coZnFH— dAdA (@dAdA_170908) March 26, 2025
তবে কেউ কেউ আবার রিয়ান পরাগকেও এই নিয়ে ট্রোল করতে ছাড়েননি ৷ তাঁদের বক্তব্য, কোহলির ‘বিরাট’ ফ্যান থাকতেই পারে, কিন্তু তাই বলে রিয়ানের পা ছুঁতে দর্শক মাঠে ঢুকে পড়ছে, এমন ঘটনা রীতিমতো তাজ্জব করার মতো বিষয় ৷ নেটিজেনরা মজা করে লিখেছেন, ‘‘রিয়ান টাকা দিয়ে ভাড়া করে এনেছিলেন ওই ফ্যানকে ৷ ১০,০০০ টাকা দিয়ে ভাড়া করে এনেছিলেন !’’
advertisement
গুয়াহাটির মাঠে ঢুকে ওই দর্শক রিয়ানের পা ছুঁতেই এরকম সব কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরোটাই ‘সাজানো ঘটনা’ বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। যদিও নেটিজেনদের একাংশ পালটা সমালোচকদের একহাত নিয়েছেন। তাঁদের বক্তব্য, অসমে রিয়ান সত্যিকারের একজন ‘হিরো’। গুয়াহাটি তাঁর ঘরের মাঠ ৷ তাই ওই ঘটনায় অস্বাভাবিক কিছু নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 11:05 AM IST