১০০০ কিলোমিটার দূর থেকে দাদার বাড়িতে পৌঁছেছিল ভাই, এরপর বৌদি আর একরত্তি ভাইঝির সঙ্গে যা কাণ্ড ঘটাল… চাঞ্চল্য ছড়াল গোটা দেশেই

Last Updated:

Ghaziabad Latest News: গাজিয়াবাদে দাদার বাড়িতে থেকেই উড়ান ধরার কথা ভেবেছিল সে। এদিকে দাদার বাড়িতে রয়েছে দাদার স্ত্রী এবং তাঁদের তিন মাসের একরত্তি শিশুকন্যাও। গোটা বাড়িই আনন্দে ভাসছিল। কিন্তু দাদা কাজে বেরোতেই নিজের বৌদি এবং একরত্তি ভাইঝির সঙ্গে যা করল সেই যুবক, তা দেখে রীতিমতো চমকে গিয়েছে পুলিশও।

১০০০ কিলোমিটার দূর থেকে দাদার বাড়িতে পৌঁছেছিল ভাই, এরপর বৌদি আর একরত্তি ভাইঝির সঙ্গে যা কাণ্ড ঘটাল… চাঞ্চল্য ছড়াল গোটা দেশেই
১০০০ কিলোমিটার দূর থেকে দাদার বাড়িতে পৌঁছেছিল ভাই, এরপর বৌদি আর একরত্তি ভাইঝির সঙ্গে যা কাণ্ড ঘটাল… চাঞ্চল্য ছড়াল গোটা দেশেই
রোহিত সিং, গাজিয়াবাদ: এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর প্রদেশের গাজিয়াবাদে। আসলে বিহার থেকে দাদার বাড়িতে এসেছিল এক ভাই। আসলে তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু বার দু’য়েক সে উড়ান মিস করে। ফলে গাজিয়াবাদে দাদার বাড়িতে থেকেই উড়ান ধরার কথা ভেবেছিল সে। এদিকে দাদার বাড়িতে রয়েছে দাদার স্ত্রী এবং তাঁদের তিন মাসের একরত্তি শিশুকন্যাও। গোটা বাড়িই আনন্দে ভাসছিল। কিন্তু দাদা কাজে বেরোতেই নিজের বৌদি এবং একরত্তি ভাইঝির সঙ্গে যা করল সেই যুবক, তা দেখে রীতিমতো চমকে গিয়েছে পুলিশও।
আসলে গাজিয়াবাদ ওয়েব সিটি থানা এলাকার বামেহতায় ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, দাদা বাড়িতে না থাকার সুযোগে নিজের বৌদি এবং ভাইঝিকে নৃশংস ভাবে খুন করেছে ওই যুবক। এরপর এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে গিয়েছে সে।
advertisement
advertisement
তদন্তে নেমে যে তথ্য হাতে এসেছে, তা থেকে জানা গিয়েছে যে, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা জিশান আলম। দুবাই যাওয়ার জন্য উড়ান ধরতে সে গাজিয়াবাদে নিজের দাদার বাড়িতে উঠেছিল। এর আগে বার দুয়েক বাতিল হয়ে গিয়েছিল জিশানের উড়ান। এরপর থেকে গাজিয়াবাদে দাদার বাড়িতেই থাকছিল সে। এরপর দাদা কাজে বেরোতেই আচমকা নিজের বৌদি শাহিনের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে জিশান। এখানেই শেষ নয়, এরপর নিজের একরত্তি ভাইঝির উপরেও চড়াও হয় অভিযুক্ত। ৩ মাসের ভাইঝিকে শ্বাসরোধ করে খুন করে। এহেন ঘৃণ্য অপরাধ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জিশান।
advertisement
ওয়েব সিটির এসিপি লিপি নাগাইয়াচ বলেন যে, এই তথ্য প্রকাশ্যে আসার পরে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে। এরপর শাহিন ও তাঁর শিশুকন্যার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত জিশান আলমের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। কিন্তু কেন এই হত্যাকাণ্ড ঘটাল সে, সেটা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে একটি মামলা রুজু করেছে পুলিশ। সেই সঙ্গে শুরু হয়েছে তাকে পাকড়াও করার জন্য তল্লাশি। গত ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে বামেহতা থানা ওয়েব সিটিতে যে অভিযোগ জমা পড়েছে, সেই বিষয়ে আরও তথ্য প্রদান করে পুলিশ জানিয়েছে যে, নিজের বৌদি এবং ৩ মাসের একরত্তি ভাইঝিকে নৃশংস ভাবে হত্যা করেছে এক যুবক। পুলিশ আরও জানিয়েছে যে, এই হত্যার পিছনে থাকা আসলে কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই হত্যাকাণ্ডের তদন্ত করে দেখছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তের খোঁজেও শুরু হয়েছে তল্লাশিও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১০০০ কিলোমিটার দূর থেকে দাদার বাড়িতে পৌঁছেছিল ভাই, এরপর বৌদি আর একরত্তি ভাইঝির সঙ্গে যা কাণ্ড ঘটাল… চাঞ্চল্য ছড়াল গোটা দেশেই
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement