General Knowledge: নিজস্ব মুদ্রা- বিমানবন্দর, কিছুই নেই! অথচ সারাজীবন বসে খান মানুষ, মজার এই দেশের নাম জানেন?

Last Updated:

এখানকার মানুষ এতটাই ধনী যে সারাজীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারেন৷

ছবির মতোই সাজানো ইউরোপের এই দেশটি৷
ছবির মতোই সাজানো ইউরোপের এই দেশটি৷
সুইৎজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে লুকনো ছোট্ট একটি দেশ৷ যে দেশে না আছে নিজস্ব মুদ্রা, না নিজস্ব একটি বিমানবন্দর৷ শুধু আছে প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য আর বড় বড় প্রাসাদ৷
অনেক কিছু না থাকলেও ছোট্ট এই দেশটিই বিশ্বের অন্যতম ধনী এবং নিরাপদ দেশ৷ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে মাত্র সাতজন জেলবন্দি রয়েছেন৷ লিখটেনস্টাইনের জনসংখ্যা ৩০ হাজারের মতো৷ বরফে ঢাকা আল্পস পর্বতমালার সামনে বড় বড় প্রাচীন রাজপ্রাসাদ দেখলে ঠিক যেন ছবির মতোই মনে হয়৷
অবাক করে দেওয়া ইউরোপের এই ছোট্ট দেশটির নাম লিখটেনস্টাইন৷ সম্প্রতি লিখটেনস্টাইন সম্পর্কে অবাক করে দেওয়া কিছু তথ্য সমৃদ্ধ একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও-র সঙ্গে লেখা হয়েছে, কখনও লিখটেনস্টাইনের কথা শুনেছেন? এই দেশের নিজস্ব কোনও বিমানবন্দর নেই৷ অন্য কোনও দেশ হয়ে আপনাকে এখানে আসতে হবে৷ নিজস্ব মুদ্রা না থাকায় এরা সুইশ ফ্রাঙ্ক ব্যবহার করে৷ নিজস্ব ভাষা নেই বলে জার্মান ভাষাকে ধার করেন এখানকার মানুষ৷ তা সত্ত্বেও এটি পৃথিবীর অন্যতম ধনী এবং নিরাপদ দেশ৷
advertisement
advertisement
অনেক কিছু না থাকলেও লিখটেনস্টাইন ইউরোপের সবথেকে ধনী দেশ৷ এখানকার মানুষ এতটাই ধনী যে সারাজীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারেন৷ লিখটেনস্টাইনের সম্পদের পরিমাণ ব্রিটেনের রাজার থেকেও বেশি৷ ফলে এ দেশের মানুষ কাজকর্ম না করে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারেন৷ এ দেশে কর পরিমাণ খুবই সামান্য, ধারদেনাও নেই৷
এত বিত্তবান হলেও এ দেশের মানুষ নিজেদের ধন, সম্পদ নিয়ে বরাই করেন না৷ বরং এ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে গোটা দেশে মাত্র একশোজন মতো পুলিশ অফিসার রয়েছেন৷ এমন কি, মানুষ এতটাই নিশ্চিন্ত যে রাতে ঘরের দরজাতেও তালা দেন না৷
advertisement
লিখটিনস্টাইনের নাম এর আগে অনেকে শুনলেও দেশটি সম্পর্কে এমন সব অবাক করে দেওয়া তথ্য অনেকেরই জানা ছিল না৷ সমাজমাধ্যমের এই ভাইরাল পোস্ট দেখে অনেকেই তাই লিখটেনস্টাইনকে স্বপ্নের দেশ বলে আখ্যা দিয়েছেন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
General Knowledge: নিজস্ব মুদ্রা- বিমানবন্দর, কিছুই নেই! অথচ সারাজীবন বসে খান মানুষ, মজার এই দেশের নাম জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement