General Knowledge: পাশাপাশি দু'টি বাঁদরের ছবিতে লুকিয়ে রয়েছে ৫টি অমিল; ১৮ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে পারবেন কি?

Last Updated:

যেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি দু'টি একই ছবি। অথচ ওই দুই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে বিস্তর অমিল। আর সেই অমিল খুঁজে বার করাটাই আজকের চ্যালেঞ্জ।

কলকাতাঃ এমনিতে সোশ্যাল মিডিয়ায় সময়ে সময়ে বিভিন্ন রকম ধাঁধা ভাইরাল হয়। যার সমাধান করার মাধ্যমে নেটিজেনদের সময়ও কাটে, আর মস্তিষ্কের তীক্ষ্ণতাও অনায়াসে পরীক্ষা করে নেওয়া যায়। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হল দৃষ্টি বিভ্রমের ধাঁধা। তবে এটা ছাড়াও আরও একটা জনপ্রিয় ধাঁধা হল অমিল খুঁজে বার করার পরীক্ষা। এর থেকেও একটা মানুষের আইকিউ, বুদ্ধির জোর বোঝা যায়‍!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি দু’টি একই ছবি। অথচ ওই দুই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে বিস্তর অমিল। আর সেই অমিল খুঁজে বার করাটাই আজকের চ্যালেঞ্জ। তবে সেদিকে এগোনোর আগে প্রথমে দেখে নেওয়া যাক, ছবিটিতে কী দেখা যাচ্ছে! ছবিটিতে দেখা যাচ্ছে একটি জঙ্গলের দৃশ্য। আর সেই জঙ্গলের মাঝে রয়েছে বিশাল একটা গাছ। সেই গাছের ডালেই দেখা যাচ্ছে একটি বাঁদরকে। আপাতদৃষ্টিতে পাশাপাশি ছবি দু’টি একই রকম লাগলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে পাঁচটি অমিল। যেগুলিকে মাত্র ১৮ সেকেন্ডের মধ্যেই খুঁজে বার করতে হবে। যা-ই হোক, তাহলে চ্যালেঞ্জটা নিয়েই দেখা যাক!
advertisement
advertisement
প্রথমেই পাশাপাশি ছবি দুটি খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। ভাল করে নিরীক্ষণ করলেই বেরিয়ে আসবে অমিলগুলি। ফলে যাঁরা নির্ধারিত সময়ের মধ্য পাঁচটি অমিল খুঁজে পাবেন, তাঁদের দৃষ্টিশক্তি যে প্রখর, সেটা আলাদা করে বলে দিতে হয় না। যা-ই হোক, সময় তো প্রায় ফুরিয়ে এল। সব ক’টা অমিল কি চোখে পড়ল? যদি না-ও পাওয়া যায়, অসুবিধা নেই। আমরা তো আছিই। সঠিক উত্তরগুলি আমরাই বলে দেব। তাহলে বলে দেওয়া যাক, অমিলগুলি কোথায় কোথায় লুকিয়ে রয়েছে।
advertisement
লক্ষ্য করলে দেখা যাবে, প্রথম ছবিটিতে থাকা বাঁদরটির লেজের রঙ বাদামী। কিন্তু দ্বিতীয় ছবিটিতে থাকা বাঁদরটির লেজের উপরিভাগের রঙ সাদা। আবার দ্বিতীয় ছবির বাঁদরটির ডান দিকের কান এবং ডান হাতের বুড়ো আঙুলটি নেই। তাহলে তিনটে অমিল এখনও পর্যন্ত পাওয়া গেল। এবার তাকানো যাক বাঁদরটির মাথার একেবারে উপর বরাবর গাছটির দিকে। দেখা যাবে, দ্বিতীয় ছবিটিতে গাছের পাতাগুলি নেই। অথচ প্রথম ছবিতে কিন্তু সেটা আছে। আর সর্বশেষ অমিলটি লুকিয়ে রয়েছে গাছের ডালটির মধ্যে। যে গাছের ডাল ধরে বাঁদরটি হাঁটছে, তার শাখাটি প্রথম ছবিতে বেশ লম্বা। কিন্তু দ্বিতীয় ছবিতে ওই ডালটির শাখাটা আবার ভাঙা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
General Knowledge: পাশাপাশি দু'টি বাঁদরের ছবিতে লুকিয়ে রয়েছে ৫টি অমিল; ১৮ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে পারবেন কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement