হোম /খবর /পাঁচমিশালি /
ভ্যালেন্টাইনস ডে তে গার্লফ্রেন্ডকে গোলাপের বাগান উপহার দিলেন প্রেমিক

ভ্যালেন্টাইনস ডে তে গার্লফ্রেন্ডকে গোলাপের বাগান উপহার দিলেন প্রেমিক

সারা বিশ্বে ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসার দিন হিসাবে উৎযাপিত হয়। গাজিয়াবাদের একজন প্রেমিক তার বান্ধবী শ্রিয়াকে পুরো একটা গোলাপের বাগান উপহার দিয়েছেন। lover dedicate entire rose garden to his girlfriend

  • Share this:

ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভ্যালেন্টাইন উইক সেলেব্রেটি করার তোড়জোড় শুরু হয়ে যায়। সাতদিন ধরে চলে এই ভালোবাসার উৎসব যদিও ভ্যালেন্টাইন ডে পালিত হয় ১৪ই ফেব্রুয়ারী। এই বিশেষ দিনে ভালোবাসার মানুষকে খুঁজে নেওয়া কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে পুরো দিনটা কাটানো সত্যি এই মধুর সম্পর্ককে আরও গভীর এবং মজবুত করে তোলে।

এই দিনে বিভিন্ন বেড়াবার জায়গাগুলোতে ভিড় উপচে পড়ে। সিনেমা হল, রাস্তাঘাট , শপিং মল লাল গোলাপের আভায় ভরে ওঠে। বিশেষ এই ভালোবাসার দিনটিকে সুন্দর করে তোলার জন্য ভালোবাসার মানুষরা একে অপরকে গোলাপ উপহার দেয়। কিন্তু তাই বলে গার্লফ্রেন্ডকে পুরো গোলাপের বাগান উপহার দেওয়া সত্যি সকলকে অবাক করে দেওয়ার মতো ব্যাপার। সারা বিশ্বে ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসার দিন হিসাবে উৎযাপিত হয়। গাজিয়াবাদের একজন প্রেমিক তার বান্ধবী শ্রিয়াকে পুরো একটা গোলাপের বাগান উপহার দিয়েছেন।

গাজিয়াবাদে একটি ফার্ম হাউসে ‘গুলাব উপভান’ নামে গোলাপের এই সুন্দর বাগানটি রয়েছে , পরিবেশবিদ প্রদীপ ডাহলিয়া যেটি দেখাশোনা করেন। তিনি বিনামূল্যে মানুষকে তার ফার্ম হাউসের চারাগাছ দেন। তার লাগানো গোলাপের বাগান এটি সুন্দর এবং আকর্ষণীয় যে সেখানে ঘুরতে এসে কেউ ওই বাগান না দেখে ফিরে যান না। নিউজ 18 লোকালকে ওই পরিবেশবিদ জানিয়েছেন যে একদিন একটি অপরিচিত যুবক তার কাছে এসে তার বান্ধবীর নামে পরিবেশের জন্য কিছু করার প্রস্তাব দেন । তার এই কথায় পরিবেশবিদ বেশ খুশি হন এবং এর ওপর কাজ শুরু করেন। তিনি আরও জানিয়েছেন যে এই গোলাপের বাগানটি সেট করতে তাদের মোট ৮ মাস সময় লেগেছিল। তবে ওই প্রেমিক তার পরিচয় গোপন রাখার জন্য পরিবেশবিদ প্রদীপকে অনুরোধ করেছিল। তার কথায় ওই প্রেমিক চায় যখন কেউ এই বাগান দেখতে আসবে বা এই বাগানের গোলাপ নিয়ে যাবে , তখন যেন তার ভালোবাসার সেই বান্ধবীর নাম উল্লেখ করে যাতে বাঁন্ধবীর প্রতি তার গভীর ভালোবাসা চিরন্তন এবং অমর হয়ে থাকে।

Published by:Brototi Nandy
First published:

Tags: Gardening, Gift, Love, Lover, Rose Day, Valentine Day