‘গ্যাসের টাকা তোমার বাবা দেবে?’ বুকিং বাতিল করায় মহিলা যাত্রীকে মারধর অটো চালকের

Last Updated:

অ্যাপ অটো বুক করেছিলেন এক মহিলা যাত্রী। কিছুক্ষণ পর বাতিল করে দেন। কিন্তু ততক্ষণে অটো নিয়ে এসে গিয়েছেন চালক। শেষ মুহূর্তে ক্যাব বাতিল করায় তিনি রেগে আগুন। এতটাই রেগে যান যে মহিলাকে চড় মেরে বসেন। সঙ্গে গালিগালাজ তো আছেই।

‘গ্যাসের টাকা তোমার বাবা দেবে?’ বুকিং বাতিল করায় মহিলা যাত্রীকে মারধর ওলা চালকের (Karnataka Portfolio/X)
‘গ্যাসের টাকা তোমার বাবা দেবে?’ বুকিং বাতিল করায় মহিলা যাত্রীকে মারধর ওলা চালকের (Karnataka Portfolio/X)
বেঙ্গালুরু: অ্যাপ ক্যাবের সুবিধা অনেক। মোবাইলের এক ক্লিকেই বুক করা যায়। ভাড়াও আগে থেকে ঠিক করা থাকে। দর কষাকষি করতে হয় না। আবার চাইলে বুকিং বাতিলও করতে পারেন যাত্রী। কিন্তু তার জন্য যে এমন ঝামেলা পোহাতে হবে কে জানত!
অ্যাপ থেকে অটো বুক করেছিলেন এক মহিলা যাত্রী। কিছুক্ষণ পর বাতিল করে দেন। কিন্তু ততক্ষণে অটো নিয়ে এসে গিয়েছেন চালক। শেষ মুহূর্তে ক্যাব বাতিল করায় তিনি রেগে আগুন। এতটাই রেগে যান যে মহিলাকে চড় মেরে বসেন। সঙ্গে গালিগালাজ তো আছেই।
advertisement
advertisement
ইদানীং এই অ্যাপে অটো বুক করা যায়। বেঙ্গালুরুর মহিলা তাই করেছিলেন। কিছুক্ষণ পর দেখেন আরেকটা অটো তাঁর গন্তব্যের দিকেই যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি অটোর বুকিং বাতিল করে সেই অটোয় চেপে বসেন। তখনই চলে আসে অটো। শুরু হয় তর্কাতর্কি।
“কেন বুকিং বাতিল করলেন”, এটাই প্রশ্ন অটোচালকের। কথা কাটাকাটির মধ্যে আচমকাই মহিলাকে চড় মেরে বসেন তিনি। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যান পথচারীরা। তর্কাতর্কির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অটোচালককে গ্রেফতারির দাবি জানিয়েছেন নেটিজেনরা।
advertisement
এক্সে এই ভিডিও পোস্ট করে এক ইউজার লিখেছেন, “মহিলাদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লোকটা যদি দিনের আলোয় এক মহিলাকে থাপ্পড় মারতে পারে, তাহলে অন সময় কী কী বিপদ হতে পারে একবার কল্পনা করুন। অটোচালকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বেঙ্গালুরু সিটি পুলিশের।’’
advertisement
advertisement
সঙ্গে তিনি যোগ করেছেন, “এই ধরণের কাজ শুধু মানুষকে বিপদে ফেলে তাই নয়, শহরেরও বদনাম হয়। কোনও চালককে নিয়োগ করার আগে ওলার তার ব্যাকগ্রাউন্ড যাচাই করা উচিত। এই ধরণের ঘটনা রোধ করতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলা বলছেন, আরেকটা অটো পেয়ে যাওয়ায় তিনি বুকিং বাতিল করেছেন। কিন্তু ওলার অটোচালক সে সব শুনতে নারাজ। তিনি চিৎকার করে বলেন, “এতটা পথ এলাম। গ্যাসের টাকা তোমার বাবা দেবে?’’ এরপরই পুলিশে যাওয়ার হুমকি দেন মহিলা। পাল্টা অটোচালক বলেন, তিনিও থানায় যাবেন। মহিলা কী করতে পারে দেখে নেবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘গ্যাসের টাকা তোমার বাবা দেবে?’ বুকিং বাতিল করায় মহিলা যাত্রীকে মারধর অটো চালকের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement