এক বছরে তিনটি ছবি, তিনটিই সুপারহিট, ১৯৯৯ সাল ছিল এই অভিনেতার জীবনের স্বর্ণযুগ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Salman Khan's Magic Worked In 1999: তিনটি ছবি করেছিলেন। ভিন্নধারার তিনটি ছবিই ছিল সুপারহিট। বক্স অফিসে রাজত্ব করেছেন একাই। বাকি সুপারস্টাররা তাঁর ধারেকাছেও পৌঁছতে পারেননি।
advertisement
হাম সাথ সাথ হ্যায়: ১৯৯৯ সালে বক্স অফিসে সাড়া ফেলে দেয় সলমনের ‘হাম সাথ সাথ হ্যায়’। একেবারে পারিবারিক ছবি। রূপালি পর্দায় একান্নবর্তী সংসারের গল্প বুনেছিলেন পরিচালক সুরজ বরজাতিয়া। গল্পও তাঁরই। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, মাত্র ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবি ৮১.৭১ কোটি টাকা আয় করেছিল। ‘হাম সাথ সাথ হ্যয়’ মূলত মাল্টি স্টারার ফিল্ম।
advertisement
advertisement
advertisement
advertisement
সলমনের অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবি মূলত রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা। ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ নামে আন্তর্জাতিক দুনিয়ায় মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’। সলমন খান ছাড়াও ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ এবং ঐশ্বর্য রাই। এই ছবির গান আজও সুপারহিট। সংলাপ আজও দর্শকদের মুখে মুখে ফেরে। ১৯৯৯ সালে সলমনের তৃতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল এটাই।