First AC Viral Video: ওয়াশরুমে যাওয়ার পথ আটকে বসে খোসগল্পে মহিলারা, ট্রেনের ফার্স্ট এসি-র ভিডিও দেখে ভয় পেয়ে যাবেন
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
ভারতীয় ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের ভিড়ের বিষয়টি তুলে ধরে, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেছেন যা নিয়ে সারা দেশ তোলপাড়।
নয়া দিল্লি: ভারতীয় ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের ভিড়ের বিষয়টি তুলে ধরে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেছেন যা নিয়ে সারা দেশ তোলপাড়। ওই ব্যক্তি ফার্স্ট এসির অবস্থা দেখে হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হন। ‘এক্স’-এ তাঁর কোচের ছবি শেয়ার করে, কুশল মেহরা দিল্লি সরাই রোহিলা এসএফ এক্সপ্রেসের দুর্দশার কথা জানিয়েছেন। ওই পোস্টে দেখা যাচ্ছে ওয়াশরুমে যাওয়ার পথ আটকে একদল মহিলা বসে রয়েছেন।
নিজের অভিজ্ঞতার কথা স্বীকার করে ওই ব্যক্তি লেখেন, “ট্রেন নং ২২৯৪৯ দিল্লি সরাই রোহিলা ট্রেনের প্রথম এসিতে চলেছি। এই মুহূর্তে আমার আমি যখন ঘুম থেকে উঠে ওয়াশরুম ব্যবহার করতে যাই তখন আমার কেবিনের বাইরে একদল মহিলা বসেছিলেন। ওঁদের জন্য আমি কোনও ভাবেই ওয়াশরুম ব্যবহার করতে পারিনি। ট্রেনের স্টাফদের জিজ্ঞেস করা হলে তাঁরা জানান এই ভাবেই চলছে। কেউ কিছু করে না।”
advertisement
তিনি সম্ভবত কোচের ভিতর থেকে আরেকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে মহিলারা আরামে মাটিতে বসে আছেন, নিজেদের কথোপকথনে মগ্ন রয়েছেন। পরবর্তী আপডেটে ওই ব্যক্তি জানিয়েছেন যে, রেলমন্ত্রীকে পোস্টে এই ঘটনা ট্যাগ করার পরেই অননুমোদিত দখলদারদের সরিয়ে দেওয়া হয়েছিল।
advertisement
The horror on Train no 22949 Delhi Saria Rohilla train first ac continues. Outside my cabin right now when I woke up and went to use the washroom. I couldn’t even click the others on the right as I couldn’t walk past these women. I asked the attendant, and he says this is how it… pic.twitter.com/7gkdVf9oc9
— कुशल मेहरा (@kushal_mehra) May 2, 2024
advertisement
শীঘ্রই, এই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে, জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মন্তব্য আসে। ‘এক্স’-এ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যদি প্রথম এসির এই অবস্থা হয়, তাহলে তৃতীয় এসি এবং স্লিপার ক্লাসের কোচের কথা ভাবাই যায় না।” অন্য একজন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেছেন, বলেছেন, “যদিও আমি একজন যাত্রী হিসাবে সম্মতি জানাই যে এটি ভুল, তবে আমার মনে হয় এই মধ্যবয়সী মহিলারা এসি কেবিনের কাছে বসেছিলেন অত্যধিক তাপ এবং অন্যান্য খারাপ অবস্থা থেকে রেহাই পেতে।”
advertisement
তৃতীয় ব্যবহারকারীর মন্তব্য, “প্রথম শ্রেণীর টিকিটের জন্য এত টাকা দিয়ে কি লাভ যদি আমরা এই ধরনের ঘটনার মুখোমুখি হই?”
পোস্ট করার পর থেকে, এই ভিডিওটি এখনো পর্যন্ত ৮৪৫ হাজার ভিউ পেয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 8:26 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
First AC Viral Video: ওয়াশরুমে যাওয়ার পথ আটকে বসে খোসগল্পে মহিলারা, ট্রেনের ফার্স্ট এসি-র ভিডিও দেখে ভয় পেয়ে যাবেন