Optical Illusion: চলছে তদন্ত, পুলিশ তো ভেবেই সারা, চোরকে ধরিয়ে দিতে পারবেন ৭ সেকেন্ডের মধ্যে?

Last Updated:

তিন কর্মীর মধ্যে থেকেই কারও একটা এ হেন কাজ, বুঝে নিতে অসুবিধা নেই, কিন্তু সেই গুণধর কে? সেটা তো খুঁজে বের করতে হবে, এর জন্য ৭ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে এক অফিসের ছবি। ছবিটা দুই ভাগে বিভক্ত। এক ভাগে টানটান উত্তেজনায় দাঁড়িয়ে তিন কর্মী, তাঁদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ। অপর ভাগে চলছে এক চুরির তদন্ত। ঘরময় ছড়ানো অজস্র ফুটপ্রিন্ট, সেই পায়ের ছাপ দেখে একমনে পুলিশ ভাবছে চোর কে হতে পারে।
advertisement
বলাই বাহুল্য, ওই তিন কর্মীর মধ্যে থেকেই কারও একটা এ হেন কাজ, বুঝে নিতে অসুবিধা নেই, কিন্তু সেই গুণধর কে? সেটা তো খুঁজে বের করতে হবে, এর জন্য ৭ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। পুলিশ যে কেন ধরতে পারছে না, সেই এক রহস্য!
advertisement
চোর চেনা গেল? ফুটপ্রিন্ট যখন ক্লু, তখন তাকানো উচিত কর্মীদের পায়ের দিকে। দুই নারী হিল পরে আছেন, পুরুষটি ফ্ল্য়াট শ্যু। ঘরে যে পায়ের ছাপ, সেটাও হিলের নয়, জুতোরই। এবার সব বোঝা গেল তো?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: চলছে তদন্ত, পুলিশ তো ভেবেই সারা, চোরকে ধরিয়ে দিতে পারবেন ৭ সেকেন্ডের মধ্যে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement