ঘরের এই দুই কোণে রাখুন আয়না, টাকা আসবে হু হু করে

Last Updated:
#কলকাতা: দর্পণ ৷ আয়না ৷ বলা হয় মুখই নাকি মনের আয়না ৷ তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায় ৷ আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা ৷ তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভাল রয়েছে তার উপর ৷ আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের উপর ৷ এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না ৷ বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লাফতে ৷ শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয় সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালান্সও নাকি বাড়তে পারে হু হু করে ৷
বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় কখনও নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে ৷
বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে৷ সন্তানসুখের সম্ভাবনাও থাকে ৷
advertisement
ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত৷ উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক বলে মনে করা হয়৷ তাই এখানে আয়না রাখার কথাটি ভেবে দেখতে পারেন ৷
advertisement
উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্বদিকে আয়না রাখতে পারেন, এর ফলেও ধনবৃদ্ধি হতে পারে ৷
রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘরের এই দুই কোণে রাখুন আয়না, টাকা আসবে হু হু করে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement