ঘরের এই দুই কোণে রাখুন আয়না, টাকা আসবে হু হু করে

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: দর্পণ ৷ আয়না ৷ বলা হয় মুখই নাকি মনের আয়না ৷ তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায় ৷ আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা ৷ তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভাল রয়েছে তার উপর ৷ আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের উপর ৷ এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না ৷ বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লাফতে ৷ শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয় সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালান্সও নাকি বাড়তে পারে হু হু করে ৷

    বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় কখনও নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে ৷ বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে৷ সন্তানসুখের সম্ভাবনাও থাকে ৷ ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত৷ উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক বলে মনে করা হয়৷ তাই এখানে আয়না রাখার কথাটি ভেবে দেখতে পারেন ৷ উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্বদিকে আয়না রাখতে পারেন, এর ফলেও ধনবৃদ্ধি হতে পারে ৷

    রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে ৷

    First published:

    Tags: Feng Shui, Home Decoration, Mirror Placement