#কলকাতা: দর্পণ ৷ আয়না ৷ বলা হয় মুখই নাকি মনের আয়না ৷ তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায় ৷ আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা ৷ তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভাল রয়েছে তার উপর ৷ আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের উপর ৷ এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না ৷ বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লাফতে ৷ শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয় সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালান্সও নাকি বাড়তে পারে হু হু করে ৷
• বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় কখনও নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Feng Shui, Home Decoration, Mirror Placement