Shocking Video: Parasailing করতে গিয়ে আকাশ থেকে মুখ থুবড়ে পড়ছেন ৩ পর্যটক! বীভৎস ভিডিও দেখতে গায়ে কাঁটা দেবে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Parasailing Accident: বেড়াতে গিয়ে প্যারাসেইলিং করতে গিয়েছিলেন উৎসাহী পর্যটক৷ ভয়ানক হল পরিণতি৷
#দমন: আকাশ থেকে একেবারে মুখ থুবড়ে পড়া যাকে বলে৷ এমন অবস্থা হল ৩ জন পর্যটকের৷ বেড়াতে গিয়ে প্রাণ যায় যায় অবস্থা তাদের৷ মুহূর্তের আনন্দ বদলে গেল বীভৎস অভিজ্ঞতায়৷ ঘটনা দমনের জাম্পোর সমুদ্র সৈকত৷ সেখানে প্যারাসেইলিং চলাকালীন দুর্ঘটনায় প্রায় ১০০ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর আহত হন ৩ জন। দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে তিনজনকে প্যারাসুটে টেক অফ করার পরপরই মাঝ-আকাশ থেকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। ভিডিওতে দেখে মনে হচ্ছে, একদিক থেকে প্যারাসুটের দড়ি আলগা বা বেরিয়ে আসার কারণে ভারসাম্য নষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
advertisement
প্রায় ৩০সেকেন্ডের রুদ্ধশ্বাস যাওয়া ভাইরাল ভিডিও ফুটেজে৷ তিনজন পর্যটককে নিয়ে হাওয়ায় ওঠে প্যারাসুট৷ দ্রুত আকাশে উড়ে যায়৷ আচমকা তাদের প্যারাসুটটি বাতাসের চাপে বাঁক নেয়৷ তিনজনই হুড়মুড় করে মাটিতে পড়ে যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিনজনই গুরুতর আহত হয়েছেন।
advertisement
এর আগে ২০২১ সালের নভেম্বরে, দিউ-তে এমন একটি ঘটনা জানা গিয়েছিল, যেখানে নাগওয়া বিচে প্যারাসেইল করার সময় এক দম্পতি সমুদ্রে পড়ে যান৷ তাদের প্যারাসুটের দড়ি হঠাৎ ছিড়ে যায়। গুজরাটের জুনাগড়ের বাসিন্দা অজিত কাথাদ এবং তাঁর স্ত্রী সরলা ছুটি কাটাতে দিউ দ্বীপে গিয়েছিলেন। ভাগ্যক্রমে, তারা কেউই আহত হননি৷ নির্বিঘ্নে তাদের সমুদ্র থেকে টেনে আনা সম্ভব হয়েছিল। দুজনেরই লাইফ জ্যাকেট পরা ছিল, তাই তাদের জীবন রক্ষা পায়৷
advertisement
@VisitDiu @DiuTourismUT @DiuDistrict @VisitDNHandDD
— Rahul Dharecha (@RahulDharecha) November 14, 2021
Parasailing Accident,
Safety measures in India,
and they said very rudely that this is not our responsibility. Such things happens. Their response was absolutely pathetic.#safety #diu #fun #diutourism #accident pic.twitter.com/doN4vRNdO8
advertisement
প্যারাসেইলিং অত্যন্ত দুঃসাহসিক খেলা। এটি উপভোগ করতে পর্যটকরা সমুদ্র সৈকতে যান। দড়ির সাহায্যে প্যারাসুটকে স্টিমারের সঙ্গে আটকে রাখা হয়। তারপর স্টিমারটি গতি নিলেই আকাশেও ভেসে বেড়ানো যায়৷ তবে এর সাথেও অনেক ঝুঁকি জড়িত। অতএব, পর্যটকদের সাবধান থাকা উচিৎ৷ যে সব সংস্থা খুবই যত্ন নিয়ে এবং গুরুত্ব দিয়ে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস করায়, তাদের সঙ্গে যুক্ত হওয়া উচিৎ৷ একটু অসাবধান হলেই জীবনে বিপদ নেমে আসতে পারে৷
Location :
First Published :
May 23, 2022 5:27 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Shocking Video: Parasailing করতে গিয়ে আকাশ থেকে মুখ থুবড়ে পড়ছেন ৩ পর্যটক! বীভৎস ভিডিও দেখতে গায়ে কাঁটা দেবে