IPL| Rajasthan Royals: মাঝ আকাশে হু হু করে কেঁপে উঠল রাজস্থান রয়্যালসের বিমান! যা অবস্থা হল ক্রিকেটরদের, দেখুন ভিডিও

Last Updated:

Viral Video: ২০১৮র পর প্লে অফ-এ কোয়ালিফাই করেছে রাজস্থান রয়্যালস৷

#কলকাতা: মুম্বই থেকে কলকাতা আসার পথে বিপত্তি ঘটল রাজস্থান রয়্যালসের বিমানে৷ মাঝ আকাশে গোল গোল চক্কর কাটতে থাকে বিমান৷ সেই সময় কালবৈশাখীতে কলকাতা জুড়ে চলছে তাণ্ডব৷ তার মাঝেই অল্পের জন্য রক্ষা পেল টিম আর আর৷ আইপিএলের প্লে-অফ খেলতে শনিবার কলকাতায় আসে টিম প্লেয়াররা৷
advertisement
কলকাতার আকাশ তখন ঘন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া৷ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে কালবৈশাখীর দাপট৷ তার মধ্যে পড়ে রাজস্থান রয়্যালসের বিমান৷ ফলে ঘটে বিপত্তি৷ হঠাৎ করেই বিমান দুলতে থাকে ঘনঘন৷ সেই সময়ের একটি ভিডিও পরে শেয়ার করা হয়৷ যা ভাইরাল হয়৷ ভিডিওতে দেখা যায় প্লেয়ারদের চোখে মুখে আতঙ্ক৷ কারণ এমন অভিজ্ঞতা কারও কখনও হয়নি৷ খেলতে গিয়ে প্রাণ যাবে নাকি? সকলের মনে যেন সেই প্রশ্নই উঁকি দিচ্ছিল! তাই তো সকলে ভয়ে তটস্থ ছিলেন৷ ভিডিওটি একদিন পর পোস্ট করা হয়৷
advertisement
তবে সেই সময়ে তৈরি হওয়া আতঙ্কের পরিবেশ কিছুটা লঘু করতে চেয়েছিল কর্তৃপক্ষ৷ কয়েক বছর আগে ভাইরাল একটি ভিডিওর শব্দগুলি ব্যবহার করা হয়েছে৷ তার সেই চিৎকার, মুঝে ল্যান্ড করা দে শোনা গিয়েছে এই ভিডিওতে৷ যদিও প্লেনটি ল্যান্ড করার পর সকলে খুবই গম্ভীর মুখে ছিলেন এবং একজনকে বলতেও শোনা গিয়েছে যে এমন অভিজ্ঞতা আগে হয়নি৷
advertisement
২০১৮র পর প্লে অফ-এ কোয়ালিফাই করেছে রাজস্থান রয়্যালস৷ ২৪ মে কলকাতার ইডেন গার্ডেন্সে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটনের মুখোমুখি হবে তারা৷ সঞ্জু সমসনের দল আপাতত ২০২২ আইপিএল-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে৷ অন্যদিকে কলকাতার এই কালবৈশাখীতে ২জনের মৃত্যু হয়েছে রবীন্দ্র সরোবর লেকে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL| Rajasthan Royals: মাঝ আকাশে হু হু করে কেঁপে উঠল রাজস্থান রয়্যালসের বিমান! যা অবস্থা হল ক্রিকেটরদের, দেখুন ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement