Durga Puja 2022 Travel|| দুর্গাপুজোয় পাহাড়ে ছুটি কাটাতে চান! ডেস্টিনেশন হোক পাহাড়ি গ্রাম তাবাকোশি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tabakoshi Tour in this year Durga Puja: বছরভরই আসতে পারেন তাবাকোশিতে । পুজোর সময় থেকেই হিমেল হাওয়া বইতে থাকে । ফুল ফুটতে শুরু করে পাহাড়ি রাস্তার ধারে । সবুজে সবুজ চারদিক। ছোট রংভং নদীর ধারে বসুন সারাটা দিন।
#মিরিক: এ বার পুজোয় মন পাহাড় ডাকছে? সদ্য বর্ষা শেষ করে উঠেছে সবুজে ভরে উঠেছে পাহাড়, সেই পাহাড়ের রূপে মুগ্ধ করার মতোই পরিবেশ । তাই পুজোর ছুটিতে পাহাড় চলেই আসতে পারেন। দার্জিলিংয়ের বেড়াতে গিয়ে মিরিক গিয়েছেন অনেকেই। কিন্তু তাবাকোশি গিয়েছেন? মিরিক থেকে কিন্তু খুব কাছেই এই তাবাকোশি। মিরিক থেকে মাত্র ৭ কিমি দূরত্ব তাবাকোশির। পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর ছবির মতো এই গ্রাম ।
কী করে যাবেনঃ
এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে তাবাকোশি আসতে পারেন।নয়তো এনজেপি থেকে মিরিক বাজার পর্যন্ত যে কোনও শেয়ার কারে চলে আসুন। সেখান থেকে গাড়িতে তাবাকোশি। কম টাকায় হয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ স্থাপত্যের প্রতিটি ইটে ঠাসা ইতিহাস, পুজোর ছুটিতে ঘুরে আসুন মুর্শিদাবাদের 'চার বাংলা মন্দির'
advertisement
গুগল লোকেশনঃ
রংভং সেই নদীর তীরের এই গ্রাম। গাোপালধারা টি এস্টেটের খুব কাছেই এই তাবাকোশি। নদীর ধারে রয়েছে একাধিক হোম স্টে রয়েছে। সেখানে আগে থেকে বুক করে তবেই পৌঁছে যান।
advertisement
আরও পড়ুনঃ শান্ত, নির্জনতাই এখানে সঙ্গী, নিরিবিলি পুজোর ছুটি কাটাতে ডেস্টিনেশন গোবর্ধনপুর সমুদ্র সৈকত
বছরভরই আসতে পারেন তাবাকোশি। পুজোর সময় থেকেই হিমেল হাওয়া বইতে থাকে। ফুল ফুটতে শুরু করে পাহাড়ি রাস্তার ধারে। চারদিকে সবুজ আর সবুজ। ছোট রংভং নদীর ধারে বসুন সারা দিন। নদীর জলে পা ডুবিয়ে আড্ডা দিন প্রিয়জনদের সঙ্গে, মন ভাল হয়ে যাবে ।
advertisement
তাবাকোশিতে পাহাড়ের ধারে ছোট একটা পার্ক রয়েছে। সঙ্গে বাচ্চা থাকলে টিকিট কেটে ঢুকে পড়ুন। প্রকৃতির মাঝে, ফুলের মাঝে ওদেরও ভালো লাগবে। দূরে পাহাড়ের সারি। দিন দুয়েকের জন্য কোনও ছোটাছুটি অ্যাডভেঞ্চার নয়, পাথরের উপর বসে গল্প করুন আর প্রকৃতিকে উপভোগ করুন।
সকালের দিকে মিরিক লেকে ঘুরে আসতে পারেন। আর রাতে হোম স্টের সামনে আগুন জ্বেলে চারপাশে বসুন। সে এক অন্যরকম অনুভূতি। সময় যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।
advertisement
অনির্বাণ রায়
Location :
First Published :
September 08, 2022 7:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022 Travel|| দুর্গাপুজোয় পাহাড়ে ছুটি কাটাতে চান! ডেস্টিনেশন হোক পাহাড়ি গ্রাম তাবাকোশি