মহাদেবের গলার রং নীল, আপনার কি জানা আছে . . .

Last Updated:

মহাদেবকে কেন নীলকণ্ঠ বলা হয় জানেন ? অশুরদের দোরাত্মে যখন দেবলোকের জীবন দুর্বিসহ হয়ে পড়েছিল ঠিক তখনই ৷

#কলকাতা: মহাদেবকে কেন নীলকণ্ঠ বলা হয় জানেন ? অসুরদের দৌরাত্য যখন দেবলোকের জীবন দুর্বিসহ হয়ে পড়েছিল ঠিক তখনই ৷ অমরত্বলাভ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল দেবতার জন্য ৷ দেবতা ও অশুরের মধ্যে টিকবে কার অস্থিত্ব ? এই নিয়েই চিন্তিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ৷
সেই সময়েই অমরত্ব লাভের জন্য যাবতীয় সমুদ্রমন্থন করা হয়েছিল সমুদ্র মন্থনের ফলেই মিলবে অমৃত সেই অমৃত পান করেই লাভ করা যাবে অমরত্ব ৷ সেই মতই শুরু হয়েছিল সমুদ্রমন্থন ৷ সমুদ্র মন্থনের সময়ে একধিক জিনিসপত্র সমুদ্রগর্ভ তেকে বেরতে শুরু করেছিল ৷ হঠাৎ একটি বড় মাটির পাত্রে উঠে এসেছিল কিছু একটা ৷
advertisement
তাই নিয়েই বেধেছিল গোলযোগ ৷ অবশেষে জানতে পারা গিয়েছিল মাটির পাত্রে উঠে আসা তরল আসলে অমৃত নয় সেটি গরল অর্থাৎ বিষ ৷ সেই বিষ নির্গত না করলে বা রাখলে পাওয়া যাবেনা অমৃত ৷ তবে সেই অমৃত স্বর্গ, মর্ত্য ও পাতাল কোথায় রাখা হবে ? সেই বিষ যেখানেই রাখা হবে থাকবে না প্রাণের স্পন্দন ৷
advertisement
advertisement
ত্রিলোকজুড়ে যখন এসেছিল এমন সমস্যা স্বয়ং এগিয়ে এসেছিলেন ভগবান শিব ৷ তাঁর কণ্ঠে ধারণ করেছিলেন জগতের বিষ ৷ বেঁচেছিল ত্রিলোক ৷ মহাদেব কণ্ঠে বিষ ধারণ করাতেই তাঁর কণ্ঠের রং হয়েছিল নীল ৷ শিবের গলার রঙ নীল বলেও তাঁকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহাদেবের গলার রং নীল, আপনার কি জানা আছে . . .
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement