ভগবানের উদ্দেশ্যে ভক্ত নিবেদন করলেন রত্নখচিত এক অসাধারণ জিনিস! অবাক মন্দিরে উপস্থিত সকলেই

Last Updated:

যদিও ভক্ত অবশ্য নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি। তবে আশ্চর্যের বিষয় হল, ওই ভক্ত ভগবান সাঁওয়ারা শেঠের নামেই রশিদ তৈরি করেছেন।

ভগবানের উদ্দেশ্যে ভক্ত নিবেদন করলেন রত্নখচিত এক অসাধারণ জিনিস
ভগবানের উদ্দেশ্যে ভক্ত নিবেদন করলেন রত্নখচিত এক অসাধারণ জিনিস
নিশা রাঠৌর, উদয়পুর: সম্প্রতি ভগবান শ্রী সাঁওয়ারিয়া শেঠের উদ্দেশ্যে সম্পূর্ণ রুপো দিয়ে তৈরি একটি পোশাক নিবেদন করলেন এক ভক্ত। প্রায় ৪ কেজি রুপো ব্যবহার করে তৈরি হয়েছে সম্পূর্ণ পোশাকটি। এমনকী, রুপোর পোশাকটির উপর সোনার জলও করা হয়েছে। আবার সুন্দর সুন্দর রত্ন দিয়ে মীনাকারির কাজও ফুটিয়ে তোলা হয়েছে ভগবানকে নিবেদন করা পোশাকের উপর। যদিও ভক্ত অবশ্য নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি। তবে আশ্চর্যের বিষয় হল, ওই ভক্ত ভগবান সাঁওয়ারা শেঠের নামেই রশিদ তৈরি করেছেন।
মেওয়ারের কৃষ্ণধাম শ্রী সাঁওয়ারিয়াজির মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয়। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হলে তাঁরা নানা কিছু নিবেদন করেন। এমন এক ভক্তের মনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি তাঁর পরিবারের সঙ্গে সাঁওয়ারা শেঠের মন্দিরে হাজির হয়েছিলেন। আর নিবেদন করেছিলেন সম্পূর্ণ একটি পোশাক। মোট ৩ কেজি ৮০৯ গ্রাম রুপো দিয়ে তৈরি পোশাকটিতে রয়েছে সোনার জল। শুধু তা-ই নয়, পোশাকটি জুড়ে রয়েছে বহুমূল্য পাথর দিয়ে দাই করা খুব সুন্দর মীনাকারি কাজ। আর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা পোশাকের পাশাপাশি ছিল মুকুট, কিরণ, শঙ্খ, চক্র, চরণ পাদুকা এবং তরবারি ইত্যাদিও। ভক্ত নিজের নাম গোপন রেখেছেন। তবে শুধু এটুকুই জানিয়েছেন যে, তিনি ভিলওয়ারার আশপাশের এলাকার বাসিন্দা।
advertisement
advertisement
বিশেষ বিষয় হল, ওই ভক্ত ভগবান সাঁওয়ারিয়া শেঠের নামেই রশিদটি তৈরি করিয়েছেন। রশিদের মধ্যে লেখা আছে, গ্রহীতা সাঁওয়ারা আর দাতাও সাঁওয়ারা। মন্দিরের বোর্ডের আধিকারিক এবং সদস্যরা ওই ভক্তের পরিবারকে স্বাগত জানিয়েছেন। এই সময় মন্দির বোর্ডের সদস্য সঞ্জয় কুমার মান্ডোয়ারা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ২ নন্দকিশোর টেলর এবং গিফট রুম ইনচার্জ শঙ্কর লাল কুলমি সেখানে উপস্থিত ছিলেন। একাদশীর দিন ভগবান সাঁওয়ারা শেঠকে এই রুপোর পোশাক পরানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভগবানের উদ্দেশ্যে ভক্ত নিবেদন করলেন রত্নখচিত এক অসাধারণ জিনিস! অবাক মন্দিরে উপস্থিত সকলেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement