Desi Driver || Viral Video: হাত দিয়ে মেখে ভাত-ডাল খেতে খেতেই...! এ 'কেমন' ট্রাক চালাচ্ছেন ড্রাইভার? বুলেট গতিতে ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Desi Driver || Viral Video: এক ট্রাক ড্রাইভারের ভিডিও এবার তুমুল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে যা দেখা যায় তা দেখে চক্ষু চড়কগাছ সবাই!
ভাইরাল ভিডিও: হাইওয়েতে ট্রাক ড্রাইভারদের জীবন বেশ কঠিন। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের গাড়ি চালিয়ে যেতে হয় লম্বা রাস্তা। যেহেতু এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক জেলা থেকে অন্য জেলার দীর্ঘ দূরত্ব পার করতে হয়, তাই অনেক ক্ষেত্রেই বিশ্রাম নেওয়ারও সময় পান না এই গাড়ি চালকরা। সময় পান না খাওয়ার খাবারেরও।
এমনই এক ট্রাক ড্রাইভারের ভিডিও এবার তুমুল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যায় এক ড্রাইভার দিব্যি ভাত মেখে খেতে খেতেই ট্রাক চালাচ্ছেন। অভিনব কায়দায় হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই ডানহাতের কাজ সারছেন ট্রাক ড্রাইভার।
advertisement
advertisement
প্রতিমা কুমারী নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর ফেসবুক স্টোরিতে দেখা যায় এই ভিডিওটি। যেটি হাজার হাজার লাইক ও কমেন্ট পেয়েছে ইতিমধ্যেই।
ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই অভিনব কায়দার ট্রাক চালানোর দৃশ্য। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ যেমন এই ভিডিও দেখে ট্রাক ড্রাইভারকে তারিফ করেছেন তাঁর দক্ষতার জন্য। কেউ কেউ আবার নিরাপত্তার প্রশ্নও তুলেছেন। তবে মুহূর্তে ঝড়ের গতিতে উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 3:44 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Desi Driver || Viral Video: হাত দিয়ে মেখে ভাত-ডাল খেতে খেতেই...! এ 'কেমন' ট্রাক চালাচ্ছেন ড্রাইভার? বুলেট গতিতে ভাইরাল ভিডিও