ইন্টারনেটে বিভিন্ন ধরণের ভিডিও আমাদের মনোরঞ্জন করে কিন্তু ছোট্ট পশু প্রাণীদের মিষ্টি ভিডিওগুলো আমাদের মুখে হাসি ফোটানোর সবচেয়ে সহজ মাধ্যম। এর আগেও এমন বহু ভিডিও সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার হয়েছে যা দ্রুতবেগে ভাইরাল হয়েছে। একইভাবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে আনামালাই টাইগার রিজার্ভে একটি মিষ্টি হাতির শাবক এবং তার পরিবারকে দেখানো হয়েছে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। জঙ্গলের সবুজঘেরা পরিবেশে ওই শাবক হাতিটিকে এদিকে ওদিকে ছুটে বেড়াতে দেখা যায় , তবে তার মা বাবার সতর্ক এবং সজাগ দৃষ্টি তার দিকেই থাকে । তার শুঁড় নাড়াতে নাড়াতে সে যেন সবুজের বুকে কিছু অন্বেষণ করে বেড়াচ্ছে। ভিডিওটি এখানে দেখুন-
Cuteness overload ❤️ this kutty (baby) elephant in our Anamalai Tiger reserve is having a ball exploring her new world under the watchful eyes of her parents.Most adorable. TN has 5 elephant reserves #TNForest brilliant video by Dhanuparan pic.twitter.com/jmg28GOqnt
— Supriya Sahu IAS (@supriyasahuias) February 1, 2023
পয়লা ফেব্রুয়ারী ভিডিওটি টুইটারে আপলোড হওয়ার পর থেকে এটি ৭০০ এরও বেশি লাইকস অর্জন করেছে।
ভিডিওটি দেখার পর বহু লোকেরা নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে।একজন ব্যক্তি বলেছেন, "চারণভূমি যত সবুজ, প্রজাতিগুলি তত বেশি আনন্দে ভরে ওঠে !"অন্য একজন যোগ করেছেন, "এই সুন্দর ছোট্ট বাচ্চাটি তার কাজন এবং আন্টিকে ছুটিতে তার বাড়িতে আসতে দেখে আনন্দিত হচ্ছে।"তৃতীয়ব্যক্তি লিখেছেন, "সুন্দর পরিবার।"
এমন সুন্দর ভিডিও আপনার দিনটিকে সুন্দর করে তোলার জন্য যথেষ্ট। ভিডিওটি উপভোগ করুন এবং নিজের মন্তব্য পোস্ট করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baby Elephant, Internet, Tamilnadu, Twitter, Viral Video