মাথার উপরে ড্রোন দেখে জল থেকে কুমিরের বিশাল লাফ! দেখুন ভিডিওটি

Last Updated:

একটি ভিডিওতে দেখা গেছে জলাশয়ের ওপরে ঘুরে বেড়ানো একটি ড্রোনের আওয়াজ শুনে কুমির যথেষ্ট বিরক্ত হয়ে জল থেকে এক লাফ দিয়ে ড্রোনটিকে নিজের কব্জায় করার চেষ্টা করে , কিন্তু মুহূর্তের ব্যবধানে সেটি তার নাগাল থেকে দূরে চলে যায়। crocodile jumps out of water to catch a drone

ইন্টারনেটে পশুপ্রাণী এমনকি সরীসৃপদের বিভিন্ন দুঃসাহসিক ভিডিও মাঝেমধ্যে পোস্ট করা হয়ে থাকে। একটি ভিডিওতে দেখা গেছে জলাশয়ের ওপরে ঘুরে বেড়ানো একটি ড্রোনের আওয়াজ শুনে কুমির যথেষ্ট বিরক্ত হয়ে জল থেকে এক লাফ দিয়ে ড্রোনটিকে নিজের কব্জায় করার চেষ্টা করে , কিন্তু মুহূর্তের ব্যবধানে সেটি তার নাগাল থেকে দূরে চলে যায়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
রিচ_অনুপম নামক একজন এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন।
কাছের বা দূরের যে কোন ছবি পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য এবং ক্যামেরাবন্দী করার জন্য ড্রোন সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। ভিডিওটিতে একটি জলাশয়ের উপরে ড্রোনটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ড্রোনের আওয়াজে বিরক্ত হয়ে জলের ভিতরে একটি কুমিরকে জলের বাইরে উঁকিঝুঁকি মারতে দেখা যায়।
advertisement
ড্রোনের নিঁখুত দৃষ্টি কুমিরটির কান্ডকারখানা কাছ থেকে রেকর্ড করার জন্য কৌতূহলী কুমিরের কাছাকাছি পৌঁছে যায় এবং তার মাথার উপরে ঘোরাঘুরি করে। কুমিরের ধৈর্য্য ভেঙে গেলে সে জল থেকে হওয়াতে একটা বড় লাফ দেয় ওই ড্রোনটিকে ধরে নিজের গ্রাসে নেওয়ার জন্য। কুমির এবং ড্রোনের এই এনকাউন্টার সমস্ত নেটিজেনদের অবাক করে দিয়েছে। ব্যস একটুর জন্য কুমিরের হামলা থেকে ড্রোনটি রক্ষা পেয়েছে। সোশ্যাল মিডিয়াকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটি সত্যি বেশ আকর্ষণীয়। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ১ লক্ষেরও বেশি ভিউ সংগ্রহ করেছে এবং ৬৪০ টিরও বেশি রিটুইট হয়েছে।
advertisement
ভিডিওটিতে কুমিরের জল থেকে লাফ দেওয়ার শিহরণ জাগানো মুহূর্তটি দুর্দান্তভাবে ক্যামেরাবন্দী করা হয়েছে। তবে বন্যপ্রাণীকে রেকর্ড করতে ড্রোনের ব্যবহার নিয়ে ইন্টারনেটে অনেকের মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।.
ভিডিওটি দেখার পরে নেটিজেনরা নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন কমেন্ট বক্সে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "প্রাণীদের এই ধরনের উত্যক্ত করাকে উৎসাহিত করা উচিত নয়। আমি বান্দিপুর বনের রাস্তায় যাত্রীদের মধ্যে এই একই ধরনের আচরণ দেখেছি। তারা হাতিদের জ্বালাতন করে এবং তাদের তাড়িয়ে দেওয়ার জন্য উস্কানি দেয়। এটা সত্যিই অন্যায়।"
advertisement
অন্য একজন মজা করে লিখেছেন ,"কুমিরটি প্রায় ৮ থেকে ১০ ফুট অবধি লাফ দিতে পারে । তাই নদীর নৌকা যাত্রা করার সময় আপনার হাত ভুলেও কখনও বাইরে বের হতে দেবেন না।"
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাথার উপরে ড্রোন দেখে জল থেকে কুমিরের বিশাল লাফ! দেখুন ভিডিওটি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement