#নয়াদিল্লি: কত বড় কাঁকড়া দেখেছেন জীবনে! সাড়ে চার কেজি ওজনের কাঁকড়া দেখেছেন নাকি কখনও? অনেকে হয়তো দেখেছেন। তবে বেশিরভাগ মানুষই এত বড় আকারের কাঁকড়া হয়তো দেখেননি।
ওজন এবং শরীরের গঠন সাধারণ কাঁকড়ার মতো নয়। আপনি কি বিশ্বাস করতে পারবেন যে একটি কাঁকড়া এতটাই বড় হতে পারে! এত বড় কাঁকড়া একটি মানুষের হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে।
আরও পড়ুন- প্রেমে প্রেমে কাটবে জীবনে এই ভেবেই ৯ মহিলাকে এক সঙ্গে বিয়ে! একজনের ডিভোর্স!
এই কাঁকড়া গাছ থেকে নারকেল ফেলে কাঁটা দিয়ে ভেঙে ফেলে। এই কাঁকড়াকে বলা হয় কোকোনাট ক্র্যাব। পৃথিবীতে এমন অনেক অদ্ভুত প্রাণী আছে। কিন্তু এই প্রাণীটি আপনাকে অবাক করে দেবে। এটি এতটাই শক্তিশালী যে মানুষের শরীরের হাড় ভেঙে দিতে পারে। ট
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল আকারের একটি কাঁকড়া নারকেল গাছে চড়ছে। এই প্রজাতির কাঁকড়ার ওজন ৪.১ কেজি পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্যে হতে পারে তিন ফিট-এর বেশি।
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, কীভাবে এই কাঁকড়া নারকেল গাছে উঠছে! মোটা আর বিশাল শরীর নিয়ে গাছে ওঠা কিন্তু তার পক্ষে সহজ কাজ নয়।।
A half-sized coconut crab climbing a tree. The coconut crab is the largest land-based arthropod in the world, when fully grown they can weigh up to 4.1kg (9.0 lb) with a leg span more than 0.91m (3.0 ft).
— Awesome Nature & Incredible Science (@nature_i1) March 19, 2022
Credit: pohnpei_surf_club/IG pic.twitter.com/JLQyBWk1Vq
সাধারণত এই কাঁকড়া শুধু পচা জিনিস খায়। এই কাঁকড়াগুলি পচা পাতা, পচা ফল এবং অন্যান্য কাঁকড়ার খোসা খায়। এই বিশাল কাঁকড়াটি তার আরেকটি বিশেষ গুণের জন্য পরিচিত। এর ধারালো কাঁটা খুবই শক্তিশালী। এটা অনেকটা কাঁটাচামচের মতো দেখতে। এই কাঁটা দিয়ে কাঁকড়াটি প্রায় ৭৪২ পাউন্ড বল প্রয়োগ করতে সক্ষম। এটি দিয়ে নারকেলের শক্ত খোসাও ভাঙতে পারে এই বিশালাকার কাঁকড়া।
আরও পড়ুন- বিবাহবার্ষিকীর বড় চমক! স্বামীকে 'সতীন' দিলেন স্ত্রী! তুলকালাম সোশ্যাল মিডিয়ায়
আপনি জেনে অবাক হবেন, এই প্রজাতির বিশাল আকারের কাঁকড়া বিশ্বের বৃহত্তম আর্থ্রোপড। এর ঘ্রাণ ক্ষমতাও বিস্ময়কর। এটি বেশিরভাগ সময়ই রাতের দিকে শিকার করে। এই ওজনদার কাঁকড়ার ভিডিও বারবার দেখেছে মানুষ। এই ভিডিওটি টুইটারে ৪৪ হাজারের বেশি ভিউ পেয়েছে। তবে অনেকেই বিশ্বাস করতে পারছেন না, বাস্তবে এত বড় আকারের কোনও কাঁকড়া হয় বলে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crab, Viral Video