Cobra Swallows Cough Syrup: কফ সিরাপ গিলে বেকায়দায় কোবরা! তার পর যা করা হল...

Last Updated:

নিচের চোয়াল দিয়ে ঠেলে ঠেলে ওষুধের শিশি গেলার চেষ্টা করে চলে সাপটি। তাতে আরও বিপত্তি। দম বন্ধ হয়ে আসে কোবরার। সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন স্থানীয়রা।

ওষুধের শিশি গেলার চেষ্টা করে চলে সাপটি
ওষুধের শিশি গেলার চেষ্টা করে চলে সাপটি
ওড়িশা: শিকার ভেবে কোবরা মুখে নিল কফ সিরাপের শিশি! না পারে গিলতে না পারে উগরে দিতে। কাচের শিশিটি গলায় আটকে সে এক কেলেংকারি কাণ্ড! নিচের চোয়াল দিয়ে ঠেলে ঠেলে ওষুধের শিশি গেলার চেষ্টা করে চলে সাপটি। তাতে আরও বিপত্তি। দম বন্ধ হয়ে আসে কোবরার। সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন স্থানীয়রা। ভিডিওটি পোস্ট করেন বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ। করা মাত্রই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় কোবরার কফ সিরাপ খাওয়ার দৃশ্য। অনেকেই সমবেদনা জানান সাপটির জন্য। কী হল তার পর?
ঘটনাটি ঘটেছে ভুবন্বেশরের ওড়িশায়। স্থানীয়রা সাপ বিশেষজ্ঞকে ডেকে এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে ধরা পড়ে সেই দৃশ্যও। দেখা যায়, সাপের নিচের চোয়াল ফাঁক করে একটু একটু করে ওষুধের শিশি বার করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে সুশান্ত লেখেন, “ভুবনেশ্বরে একটি সাধারণ কোবরা সাপ কফ সিরাপের শিশি গিলে নিতে গেছিল। গিলতে না পেরে উগরে দিতে চাইছে কিন্তু পারছে না। আটকে গেছে গলায়। সর্পবিশারদরা এসে তবে সাপটির চোয়াল ফাঁক করিয়ে গলা থেকে শিশি টেনে বার করেন। অনেক ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচে।”
advertisement
advertisement
advertisement
সাপটিকে শেষ অবধি বাঁচানো গিয়েছে শুনে স্বস্তি বোধ করে নেটদুনিয়া। অনেকেই সাধুবাদ দিয়ে মন্তব্য করেন, প্রতিটি প্রাণ মূল্যবান। সাপের প্রাণ রক্ষার জন্য নেটিজেনদের কুর্নিশ পান সর্পবিশারদ উদ্ধারকারী দল। কয়েক হাজার শেয়ার হয় এই ভিডিও।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Cobra Swallows Cough Syrup: কফ সিরাপ গিলে বেকায়দায় কোবরা! তার পর যা করা হল...
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement