ঠেলাগাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে স্ক্র্যাচ, রেঞ্জ রোভারের মালিক যা করলেন জেনে থ হয়ে গিয়েছে দুনিয়া !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
China: চিন থেকে যে খবর এল, তা অনেককেই অবাক করে দেবে। সেখানেও একই ঘটনা ঘটেছে, একটা চারচাকার সঙ্গে ধাক্কা লেগেছে এক ঠেলাগাড়ির। এখানে বলে রাখা ভাল হবে যে ঘটনাটি চিনের শেনইয়াং শহরের। সেখানে এক রেঞ্জ রোভারের সঙ্গে এক হাতে টানা ফুড কার্টের ধাক্কা লাগে। জানা গিয়েছে যে ওই ফুড কার্ট এক বয়স্ক মহিলা ঠেলে নিয়ে যাচ্ছিলেন।
শেনইয়াং, চিন: দুই গাড়িতে ধাক্কা লাগার খবর মাঝে মাঝেই শোনা যায়। তা সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে, আবার পাড়ার মোড়ে ঘটলে তা নিয়েও সকাল-সন্ধ্যা আলোচনা চলে। দুই গাড়ির সংঘর্ষ মানেই যে দুটোকেই চারচাকা হতে হবে, তার কিন্তু কোনও মানে নেই। আকছার দেখা যায় রিকশা, সাইকেল, ঠেলাগাড়ির সঙ্গেও চারচাকার ধাক্কা লাগছে। তাতে চারচাকার ক্ষতি বলতে কেবল বডিতে কিছু স্ক্র্যাচ পড়ে যাওয়া। এরকম হলে মালিক গাড়ি থেকে নেমে এসে রিকশাওয়ালা, সাইকেলচালক বা ঠেলাগাড়ির চালককে মারধর করছেন, এরকম ঘটনাও দেখা যায় বইকি!
তবে, এবার চিন থেকে যে খবর এল, তা অনেককেই অবাক করে দেবে। সেখানেও একই ঘটনা ঘটেছে, একটা চারচাকার সঙ্গে ধাক্কা লেগেছে এক ঠেলাগাড়ির। এখানে বলে রাখা ভাল হবে যে ঘটনাটি চিনের শেনইয়াং শহরের। সেখানে এক রেঞ্জ রোভারের সঙ্গে এক হাতে টানা ফুড কার্টের ধাক্কা লাগে। জানা গিয়েছে যে ওই ফুড কার্ট এক বয়স্ক মহিলা ঠেলে নিয়ে যাচ্ছিলেন। রেঞ্জ রোভার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি, ওই বয়স্ক মহিলা ঠিক অনুমান করতে পারেননি যে ধাক্কা লেগে যাবে। ফলে, দূরত্ব কম হওয়ায় দুই গাড়িতে ধাক্কা লাগে!
advertisement
advertisement

Representative Image
সৌভাগ্যের বিষয় এই যে ঘটনায় ওই বয়স্ক মহিলার কোনও ক্ষতি হয়নি, রেঞ্জ রোভারের গায়ে স্ক্র্যাচ অবশ্য পড়েছে! গাড়ির মালিক ইয়াং শো-রুমে খোঁজখবর নিলে জানতে পারেন যে মেরামতের জন্য প্রায় ৩,০০০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় ৩৪,০০০ টাকা খরচ হবে। স্বাভাবিক, যে গাড়ির দাম ১.৪ মিলিয়ন ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬ কোটি টাকা, তার মেরামতিতে এটুকু খরচ হতেই পারে। তবে, ফুড কার্টের গরিব দোকানদার ঘটনায় ভয় পেয়ে যান। পরিবারে দুই প্রজন্ম এই ফুড কার্টের উপরেই নির্ভরশীল, বয়স্ক দম্পতির তা একমাত্র উপার্জনের সহায়। ক্ষতিপূরণের সামর্থ্য তাঁদের নেই।
advertisement
কিন্তু গাড়ির মালিক বিষয়টি সে দিকে নিয়ে যাননি! তিনি একগাল হেসে ওই ফুড কার্ট থেকে বিনামূল্যে ১৫টা এগ প্যানকেক নিয়ে বিষয়টা মিটিয়ে নিয়েছেন। পঞ্চাশোর্ধ ওই দম্পতি ইয়াংকে দোকান থেকে যত খুশি খাবার নেওয়ার প্রস্তাব দিলেও ১৫টা প্যানকেকেই ক্ষতিপূরণ স্বীকার করেছেন তিনি। ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ‘‘এত বড় গাড়ি, কিন্তু তার চেয়েও বড় হৃদয়’’, প্রশংসা করে লিখেছেন এক ইউজার। ‘‘সেই মানুষগুলো ভাগ্যবান যারা এমন মানুষের দেখা পায়’’, মন্তব্য আরেকজনের!
advertisement
ভিডিও থেকে অনেকেরই গত বছরের ডিসেম্বরের একটা ঘটনার কথা মনে পড়ে যেতে পারে। বেজিংয়ে একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়িতেও স্ক্র্যাচ পড়ার ঘটনা ঘটেছিল। সেবারেও মালিক ঝগড়ার মধ্যে যাননি, কেবল বলেছিলেন, ‘‘গাড়ি চালানোর জন্য, পুজো করার জন্য তো নয়! ছোট্ট স্ক্র্যাচের জন্য কেন দিন নষ্ট করব!’’
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 10:16 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঠেলাগাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে স্ক্র্যাচ, রেঞ্জ রোভারের মালিক যা করলেন জেনে থ হয়ে গিয়েছে দুনিয়া !