Chewing Nails Disorder: নখ কামড়ানোর অভ্যাস? পেটের মধ্যে কী কী যাচ্ছে জানেন, এই ভিডিও দেখলে চমকে উঠবেন

Last Updated:

Chewing Nails Disorder: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে নখ কামড়ানোর ফলে কী কী হয় সেটা দেখা গিয়েছে

এই ভিডিও দেখলে চমকে উঠবেন
এই ভিডিও দেখলে চমকে উঠবেন
অনেকেরই অভ্যাস রয়েছে নখ কামড়ানোর। কিন্তু এই অভ্যাসে অনেক খারাপ প্রভাব রয়েছে। অনেকের আবার ছোট থেকে এই অভ্যাস থাকে। বড় বয়সেও সেই অভ্যাস থেকে যায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে নখ কামড়ানোর ফলে কী কী হয় সেটা দেখা গিয়েছে।
Discover_facts12 নামে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাতে দেখা যাচ্ছে নখের নিচে অনেক ময়লা রয়েছে।
advertisement
কাটা নখটি মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসা হয়। সেই নখটির অবস্থা দেখে অনেকেই চমকে গিয়েছেন। দেখা যাচ্ছে যে, নখের মধ্যে অসংখ্য জীবাণু এবং ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে।
advertisement
advertisement
ভাইরাল ভিডিও নিয়ে ডেইলি স্টারের প্রতিবেদনে ডাঃ সায়া নাগোরি নামে একজন চিকিৎসক জানিয়েছেন, নখের মধ্যে দেখা যাচ্ছে যে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এবং কোলাই-এর মতো জীবাণুও রয়েছে। এগুলি শরীরে গেলে ভয়ানক সমস্যা হতে পারে। ফলে এই অভ্যাস থেকে সকলকে সতর্ক থাকা উচিত।
বিশেষজ্ঞদের মতে, ছোট থেকেই নখ কামড়ানোর মতো এই অভ্যাস থেকে যায়। তার জেরে পেটের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকের বড় নখ রাখার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নখ পরিষ্কার রাখা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Chewing Nails Disorder: নখ কামড়ানোর অভ্যাস? পেটের মধ্যে কী কী যাচ্ছে জানেন, এই ভিডিও দেখলে চমকে উঠবেন
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement