Chaitra Navratri 2021: জীবন হবে ঐশ্বর্যে পরিপূর্ণ, দেবী দুর্গার আশীর্বাদ পেতে ২১ এপ্রিল পর্যন্ত কোন দিনে কোন রঙ পরবেন?

Last Updated:

এই নবরাত্রি উৎসবের একেকটি দিনে একেকটি রঙ পরিধান করলে তা সর্বাপেক্ষা ফলদায়ক হয়

Chaitra Navratri 2021: বসন্ত শেষের মুখে। কিন্তু এই ঋতু যেমন ফুলের শোভা ছেড়ে যাচ্ছে আমাদের জন্য, তেমনই সুযোগ দিচ্ছে জীবনকে সুখে এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলার। কেন না, বসন্তকালের শেষ মাস চৈত্রের শুক্লপক্ষে সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে নবরাত্রির উৎসব। সর্বভারতীয় স্তরে ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত নয়টি রাতে দেবীর একেকটি রূপের উপাসনা চলবে। অন্য দিকে, বঙ্গের সংস্কৃতিতে এই উৎসব পরিচিত বাসন্তী দুর্গাপূজা নামে।
দেবীর রূপমহিমা যেমন অচিন্ত্য, তেমনই অপার্থিব নবরাত্রি উৎসবের স্বরূপ। এই উৎসবকে নয়টি ভাগে মূলত ভাগ করা হয়েছে নবদুর্গার একেকটি রূপের আরাধনার উদ্দেশ্যে। সেই রূপরাশি আমাদের জীবন সুখে এবং সম্পদে পরিপূর্ণ করে। কিন্তু তার জন্য এই নয়টি রাত সংযমে থাকতে হয়, নিষ্ঠাভরে আরাধনা করতে হয় নবদুর্গার। বলা হয়, একই সঙ্গে এই নবরাত্রি উৎসবের একেকটি দিনে একেকটি রঙ পরিধান করলে তা সর্বাপেক্ষা ফলদায়ক হয়। কেন না, এই রঙ দেবীর মহিমার দ্যোতক!
advertisement
দেখে নেওয়া যাক, চৈত্র নবরাত্রির কোন দিনে কোন রঙ পরলে ভালো হয়!
advertisement
১৩ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি লাল রঙের বস্ত্র পরিধান করা বাঞ্ছনীয়।
১৪ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ঘন নীল রঙের বস্ত্র পরলে সর্বসুখ লাভ হয়।
১৫ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির রঙ হল হলুদ।
১৬ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সবুজ রঙের পোশাক পরা উচিত।
advertisement
১৭ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ধূসর রঙের বস্ত্র পরিধান করলে দেবী তুষ্ট হন।
১৮ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কমলা রহের পোশাক পরা কাম্য।
১৯ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে দেবী আরাধনার পক্ষে প্রশস্ত রঙ হল সাদা।
২০ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিটির উদযাপনে বেছে নেওয়া উচিত গোলাপি রঙ।
advertisement
২১ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর উপাসনা আকাশি রঙের পোশাক পরে করা কর্তব্য।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Chaitra Navratri 2021: জীবন হবে ঐশ্বর্যে পরিপূর্ণ, দেবী দুর্গার আশীর্বাদ পেতে ২১ এপ্রিল পর্যন্ত কোন দিনে কোন রঙ পরবেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement