আবর্জনার স্তূপ থেকে খুঁজে খুঁজে কন্ডোম বের করছেন যুবতী, তারপরেই বাড়িতে গিয়ে... ছিঃ ছিঃ করে উঠল গোটা নেটপাড়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কেউ কেউ তাঁর এই ধরনের কার্যকলাপের সমালোচনা করেছেন। কেউ আবার সমর্থনও করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই অভ্যাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবহৃত কন্ডোম ধোয়া এবং পুনঃব্যবহার কেবল অস্বাস্থ্যকরই নয়, এটি যৌনবাহিত রোগ (STD) এবং অন্য স্বাস্থ্যঝুঁকিও বাড়াতে পারে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে, যা মানুষকে অবাক করে। ইনস্টাগ্রামে এমনই এক অ্যাকাউন্ট এখন আলোচ্য। নিজের অদ্ভুত সব কার্যকলাপে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন তিনি। মহিলার নাম ক্যাটালিনা জারাগোজা সান্তামারিনা। ভিডিওতে দেখা যাচ্ছে আবর্জনা থেকে কনডোম তোলা, ধোয়া এবং ঘরের জিনিসপত্র ঢেকে রাখার মতো অস্বাভাবিক কাজ করছেন তিনি।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ক্যাটালিনা জারাগোজা সান্তামারিনা এক ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, আবর্জনা থেকে ব্যবহৃত কনডোম সংগ্রহ করছেন তিনি। তারপর সাবান ও জল দিয়ে ঘষে এই কনডমগুলি ধুয়ে ফেলছেন। তারপর বাসন, আসবাবপত্র ও অন্য জিনিসপত্রের মতো ঘরের জিনিসপত্র ঢেকে রাখছেন। কিছু ভিডিওতে তাকে রাস্তা থেকে বা গাড়ির কাছে থেকে কনডম তুলতে দেখা গেছে। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে।
advertisement
advertisement
কেউ কেউ তাঁর এই ধরনের কার্যকলাপের সমালোচনা করেছেন। কেউ আবার সমর্থনও করেছেন।স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই অভ্যাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবহৃত কন্ডোম ধোয়া এবং পুনঃব্যবহার কেবল অস্বাস্থ্যকরই নয়, এটি যৌনবাহিত রোগ (STD) এবং অন্য স্বাস্থ্যঝুঁকিও বাড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, একবার ব্যবহারের পরে কনডম পুনঃব্যবহার সম্পূর্ণ অনিরাপদ।
advertisement
ক্যাটালিনা জারাগোজা সান্তামারিনা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায় যে তিনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। বিতর্কিত কন্টেন্ট তৈরি করেই জনপ্রিয় তিনি। তিনি স্পেন বা লাতিন আমেরিকার লোক হতে পারেন তবে সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য নেই। প্রশ্ন উঠছে এটি কি শিল্পের একটি রূপ, নাকি কেবল ভাইরাল হওয়ার চেষ্টা?
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 5:14 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আবর্জনার স্তূপ থেকে খুঁজে খুঁজে কন্ডোম বের করছেন যুবতী, তারপরেই বাড়িতে গিয়ে... ছিঃ ছিঃ করে উঠল গোটা নেটপাড়া