গুগল ম্যাপ অনুসরণ করে সাংঘাতিক কাণ্ড! নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে নীচে পড়ল গাড়ি! ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Google Maps: সব সময়ে গুগল ম্যাপের উপর ভরসা করে পথ চলেন অনেকেই। তবে গাড়ি চালানর সময়ে সাবধান! নাহলে এমন বিপদ আসতেই পারে। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল—প্রযুক্তির উপর অন্ধ ভরসা যেমন বিপজ্জনক, তেমনই অব্যবস্থাপনাও হতে পারে প্রাণঘাতী।
সব সময়ে গুগল ম্যাপের উপর ভরসা করে পথ চলেন অনেকেই। তবে গাড়ি চালানর সময়ে সাবধান! নাহলে এমন বিপদ আসতেই পারে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে—একটি গাড়ি গুগল ম্যাপসের নির্দেশ অনুসরণ করতে গিয়ে পড়ে গিয়েছে একটি নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে। তবে সৌভাগ্যবশত, গাড়ির তিনজন যাত্রীই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।
এই ঘটনা ঘটেছে রবিবার, ৮ জুন। খবর অনুযায়ী, লক্ষ্ণৌ নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি গোরখপুর থেকে সোনাউলি বর্ডারের দিকে যাচ্ছিল। যাত্রীরা রুট জানার জন্য সম্পূর্ণভাবে গুগল ম্যাপের উপর নির্ভর করছিলেন। সেই পথ ধরতে গিয়ে তাঁরা পৌঁছে যান গোরখপুর-সোনাউলি হাইওয়ের ফারেন্ডা থানা এলাকার একটি নির্মীয়মাণ ফ্লাইওভারে।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইওভারটির একটি দিক তৈরি হলেও অপর প্রান্ত এখনও অসম্পূর্ণ। গুগল ম্যাপ যে পথ দেখিয়েছিল, সেটি গাড়িটিকে সরাসরি অসম্পূর্ণ অংশে নিয়ে যায়। গাড়িটি একটু এগোতেই নির্মাণাধীন অংশে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তবে পুরোপুরি নিচে পড়ে না গিয়ে, পাশের মাটির স্তূপে আটকে গিয়ে হেলানো অবস্থায় থেমে যায় গাড়িটি।
advertisement
advertisement
In Maharajganj district, Uttar Pradesh, a car navigating with a map on a mobile device got stuck on an under-construction flyover where the road abruptly ended. Fortunately, the car did not fall.
pic.twitter.com/DROcBDYLFW— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 9, 2025
advertisement
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়ির ভিতরে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি কালো গাড়িকে ফ্লাইওভারে হেলানো অবস্থায় আটকে থাকতে দেখা গিয়েছে।
ঘটনার ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, চোখ বন্ধ করে জিপিএস অনুসরণ করাটাই দায়িত্বজ্ঞানহীন কাজ।
একজন লিখেছেন, “মাথা খাটাও, সব কিছু জিপিএসের উপর ছেড়ে দিও না।”
advertisement
আরেকজনের মন্তব্য, “গুগল ম্যাপস ব্যবহার করছ, ঠিক আছে, কিন্তু সেটাও তো যাচাই করে নিতে হয়। সবসময় সঠিক রাস্তা দেখাবে এমন নিশ্চয়তা নেই। কোথাও রাস্তা না থাকলেও তৈরি করে দেয়।”
একজন মজা করে লিখেছেন, “GTA 6-এর গ্রাফিক্স এত রিয়েলিস্টিক যে আসল দুনিয়ার মতো লাগছে!”
তবে শুধু গুগলকে দোষ না দিয়ে অনেকে সমালোচনা করেছেন রাস্তার নির্মাণ ব্যবস্থা ও সাইনবোর্ড না থাকার জন্য।
advertisement
একজন মন্তব্য করেছেন, “সব দোষ কি গুগলের? নির্মাণস্থলের আগে কোনও স্টপ সাইন বা ওয়ার্নিং ছিল না? আমি নিজেও বহুবার এমন খোলামেলা, অসতর্ক নির্মাণ কাজ দেখেছি হাইওয়েতে।”
এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল—প্রযুক্তির উপর অন্ধ ভরসা যেমন বিপজ্জনক, তেমনই অব্যবস্থাপনাও হতে পারে প্রাণঘাতী।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 5:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গুগল ম্যাপ অনুসরণ করে সাংঘাতিক কাণ্ড! নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে নীচে পড়ল গাড়ি! ভিডিও দেখলে শিউরে উঠবেন