Viral Images: এই ছবিতে মোট ৬টি মুখ খুঁজে বার করুন তো! দৃষ্টিশক্তির পরীক্ষা হবে আজই
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Viral Images: এক্ষেত্রে এই ছবিটিকে বলা হচ্ছে অপটিক্যাল ইলিউশন
#নয়াদিল্লি: একটি ছবির মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে। একটা ছবি মনের কত গোপন কথার আভাষ দেয়, তাও বলা মুশকিল । এ ক্ষেত্রেও আপনাকে কিছু বলতে হবে না, শুধুমাত্র আপনার ছবিটি দেখার মনোভাবই আপনার ব্যক্তিত্ব এবং অনুভূতির সাথে সম্পর্কিত গোপনীয়তাগুলি বলে দেবে। পাশাপাশি, আপনার দৃষ্টিশক্তি কতটা, সেটাও জানান দেবে।
এক্ষেত্রে এই ছবিটিকে বলা হচ্ছে অপটিক্যাল ইলিউশন। অর্থাৎ এই ছবিটি কোনও না কোনও প্রকারে আপনার দৃষ্টিশক্তিতে ভ্রম তৈরি করতে সক্ষম। কী দেখতে হবে এই ছবির। ছবিটিতে মোট ছটি আলাদা আলাদা মুখ রয়েছে, আপনাকে সেই ছটি মুখই চিহ্নিত করতে হবে। তাহলেই আপনার দৃষ্টিশক্তি কতা, তা স্পষ্ট করে বোঝা যাবে।

advertisement
advertisement
ছবিটি একটি সাদাকালো ছবি। প্রাথমিক ভাবে অনেকেই সহজে তিন-চারটি মুখের অবয়ব ছবি থেকে খুঁজে বার করতে পারছেন। তবে সমস্যা হচ্ছে তার পর এগনো। কারণ, এর পরেই অনেকেই বুঝতে পারছেন না আলাদা করে মুখের অবয়ব কোথায় রয়েছে এই ছবির মধ্যে। সাধারণত অপটিক্যাল ইলিউশনের ক্ষেত্রে এমনই ঘটনা ঘটে। চোখের সামনে সমস্ত প্রশ্নের উত্তর থাকলেও আসল ছবিটিকে চিহ্নিত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।
Location :
First Published :
April 09, 2022 5:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Images: এই ছবিতে মোট ৬টি মুখ খুঁজে বার করুন তো! দৃষ্টিশক্তির পরীক্ষা হবে আজই