Butter: চমকে যাবেন শুনে! ভারতের এই বন্ধু দেশজুড়ে চুরি হচ্ছে শুধু মাখন! কিন্তু কেন? কারণ শুনে চোখ কপালে উঠবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Butter: রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রকাশিত মস্কোভস্কি কমসোমোলেতস সংবাদপত্রে মাখন চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
মস্কো: অন্য কিছু নয়, মাখন চুরি ব্যাপকভাবে বেড়েছে রাশিয়াতে। দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে অনেকেই মাখন চুরি করছে। কোনও কোনও গণমাধ্যম বলছে, সাধারণ মানুষ অতিরিক্ত দামের কারণে মাখন কিনতে পারছে না, ফলে তারা তা চুরি করছে। কিছু দোকান চুরি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে, নিরাপত্তা সংবলিত বক্সের মধ্যে মাখনের প্যাকেট ঢুকিয়ে তা বিক্রি করা হচ্ছে।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রকাশিত মস্কোভস্কি কমসোমোলেতস সংবাদপত্রে মাখন চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিছ সুপারমার্কেটে দুগ্ধজাত পণ্য বিক্রির এলাকা থেকে মাখন সরিয়ে নিয়ে তা ক্যাভিয়ার বিক্রি করার বিশেষ ফ্রিজে রাখা হয়েছে। ওই ফ্রিজগুলো দোকানের বিল গ্রহণকারীর পাশে রাখা হয়।’
আরও পড়ুন: রক্তে ভেসে যাচ্ছে ঘর, পাশাপাশি পড়ে বাবা-মা-যুবতী কন্যার দেহ! ছেলে তখন…ভয়ঙ্কর ঘটনা রাজধানীতে
advertisement
advertisement
কোনও কোনও চেইন শপে চুরি প্রতিরোধক বিশেষ বক্সে মাখন রাখা হচ্ছে। একজন সুপারমার্কেট কর্মী সংবাদপত্রটিকে জানিয়েছেন, মাখনের চুরি এখন অনেকটাই বেড়ে গেছে। কখনও কখনও প্রতি ঘণ্টায় ১০-১৫ প্যাকেট মাখনও চুরি হয়ে যাচ্ছে।
ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দাম অনেকটা কমে গিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র নতুন দফার যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে, সে কারণেই ডলারের এই মূল্যপতন। সাম্প্রতিক সময়ে রুবল বেশ দুর্বল হয়েছে এবং একপর্যায়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ১১৫ রুবলে। তবে গত কয়েক দিনে রুবলের দাম সামান্য বেড়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 5:34 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Butter: চমকে যাবেন শুনে! ভারতের এই বন্ধু দেশজুড়ে চুরি হচ্ছে শুধু মাখন! কিন্তু কেন? কারণ শুনে চোখ কপালে উঠবে