Weird Job: ব্যবহার করা অন্তর্বাস বিক্রি করে কামানো যাবে লাখ লাখ টাকা, কোথাও মিলছে এমন আজব চাকরি

Last Updated:

Weird Job: sex therapist Melissa Cook  জানাচ্ছেন, ব্রিটেনে  এই পেশা বেশ জনপ্রিয়। এই পেশার মাধ্য়মে ৩০ লক্ষ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করা যাবে।

আজব চাকরি
আজব চাকরি
২০ বছর আগেও মানুষ যা ভাবতেও পারত না, এখন তাই অত্য়ন্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতি মুহূর্তে এগোচ্ছে দুনিয়া। সামনে আসছে ভয়ঙ্কর সব ব্য়বসার কথা। কিন্তু এমন এক চাকরির কথা এবার সামনে এল, যা ভাবতে পারছে না কেউই।
মডেলিং-এর পেশা বেশ পুরনো। পুরুষ-মহিলা সকলেই এই পেশার সঙ্গে নিযু্ক্ত রয়েছেন। এখন বাড়িতে বসেও মডেলিং করেন অনেকে। সোশ্যাল মিডিয়া মানুষের কাছে এমন এক প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্য়মে বাড়ি বসে অনেক টাকা উপায় করা যাচ্ছে।
ঠিক এইভাবেই অন্তর্বাস বিক্রি করে লাখ লাখ টাকা কামাচ্ছেন মহিলারা। sex therapist Melissa Cook  জানাচ্ছেন, ব্রিটেনে  এই পেশা বেশ জনপ্রিয়। এই পেশার মাধ্য়মে ৩০ লক্ষ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করা যাবে।
advertisement
advertisement
এই পেশা নতুন কিছু নয়। এমন বহু খরিদ্দার রয়েছেন যাঁদের আজব সব চাহিদা। কেউ কাটা নখ, চুল এমনকী বাতকর্ম বিক্রি করেও টাকা উপায় করছেন। আগে এইসব বিষয় খুব একটা সামনে আসত না। এখন ইন্টারনেটের দৌলতে সবটাই প্রকাশ পাচ্ছে।
আমেরিকার রিয়েলিটি শোয়ের(Woman earns Rs 37 lakh by selling her farts ) টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করা শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়। শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Weird Job: ব্যবহার করা অন্তর্বাস বিক্রি করে কামানো যাবে লাখ লাখ টাকা, কোথাও মিলছে এমন আজব চাকরি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement