Viral Video|| দিদির বিয়েতে ট্রেন্ডিং 'বিজলি' গানে বোনের এনার্জিতে ভরপুর পারফর্মেন্স, মুহূর্তে ভাইরাল ভিডিও...

Last Updated:

Wedding Viral Video: নাচের ছন্দে যিনি দিদির বিয়েতে ঝড় তুলেছেন তিনি নিকিতা কাপুর। স্টেজে নাচার সময়ে নিকিতার এনার্জি নজর কেড়েছে সকলের।

#ভাইরাল ভিডিও: বিয়ের মরসুম চলছে। বিয়ে বাড়ি মানেই ব্যাপক মজা, হই-হুল্লোড়, নাচ-গান, দেদার মজা। বিশেষ করে অবাঙালি বিয়েতে ব্যাপ নাচগানের চল রয়েছে। মেহেন্দি থেকে সঙ্গীত, বিয়ের অনুষ্ঠান বা রিসেপশন সবেতেই বসে নাচ-গানের আসর। সেখানে পারফর্ম করার জন্য কোরিওগ্রাফার পর্যন্ত রাখা হয়। ফলে পরিবারের সকলে মিলে অনুশীলনের পরে অনুষ্ঠানের মঞ্চে ঝড় তোলেন।
এ দিকে, সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও ঘটনা ভাইরাল হতে সময় নেয় না। তা সে বিয়ের কোনও মজার ঘটনা হোক বা অন্য কোনও ঘটনা। ঠিক সেভাবেই এ বারেও দিদির বিয়েতে বোনের মারকাটারি নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।  ভিডিওতে দেখা গিয়েছে, সাদা লেহেঙ্গায় এক যুবতী তাঁর নাচের ছন্দে স্টেজে ঝড় তুলেছেন। মিউজিক সিস্টেমে বাজছে টেন্ডিং 'বিজলি বিজলি' গান।
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও...
 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Fab Weddings (@fabwedding)

advertisement
জানা গিয়েছে, নাচের ছন্দে যিনি দিদির বিয়েতে ঝড় তুলেছেন তিনি নিকিতা কাপুর। স্টেজে নাচার সময়ে নিকিতার এনার্জি নজর কেড়েছে সকলের। তাঁর নাচ দেখার পরে এ কথা বুঝতে বাকি থাকে না, তিনি তিনি যথেষ্ট পটু। ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে 'fabwedding' নামের একটি পেজ থেকে। ভিডিওটি পোস্ট করার পর থেকে তাঁকে শুভেছছার বন্যার ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| দিদির বিয়েতে ট্রেন্ডিং 'বিজলি' গানে বোনের এনার্জিতে ভরপুর পারফর্মেন্স, মুহূর্তে ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement