সারাদিন ঘরে চলত রহস্যজনক কাজ, খবর পেয়ে হানা পুলিশের; জালে পড়ল ৪ মহিলা-সহ ১২ জন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Gurugram News : অভিযুক্তদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, সিম কার্ড এবং ২টি সিপিইউ বাজেয়াপ্তও করা হয়েছে।
গুরুগ্রাম: অনলাইনে ভেষজ ওষুধ বিক্রির নামে কল সেন্টার চালানোর অভিযোগ জমা পড়েছিল গুরুগ্রাম পুলিশের হাতে। সেই প্রতারণা চক্র ফাঁস করে ৪ মহিলা-সহ ১২ জন সাইবার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী, অভিযুক্তদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, সিম কার্ড এবং ২টি সিপিইউ বাজেয়াপ্তও করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের ১৮ নম্বর সেক্টরের একটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আসলে জানা গিয়েছিল, অভিযুক্তরা বেআইনি ভাবে ভেষজ যৌন ওষুধ বিক্রি করার জন্য ফোনে কথা বলছিল। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে যে, তারা অনলাইনে ভেষজ যৌন ওষুধ বিক্রি করার নামে গুগলে বিজ্ঞাপন দিত। আর বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা অর্ডারও নিত। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও জমা করার নির্দেশ দেওয়া হত গ্রাহকদের। অথচ তারপরে আর ওষুধের ডেলিভারি দেওয়া হত না। অভিযুক্তরা আরও দাবি করেছে যে, কিউআর কোড/ইউপিআই আইডি-র মাধ্যমে জিএসটি চার্জ, প্যাকিং চার্জ, ক্যুরিয়র চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হত।
advertisement
advertisement
সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০-বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে পুলিশি জেরায় আরও জানা গিয়েছে যে, অভিযুক্তরা গত প্রায় এক বছর ধরে কল সেন্টারের মাধ্যমে এই প্রতারণা করে আসছিল। অভিযুক্তদের ১৫,০০০ টাকা বেতন দেওয়া হত। এর পাশাপাশি প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থের ৫ শতাংশ তাদের ইনসেন্টিভ হিসেবেও দেওয়া হচ্ছিল।
advertisement
এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের পরিচয় জানা গিয়েছে। ধৃতরা হল – মোরেনা জেলার জোডা গ্রামের বাসিন্দা শ্যাম দুবে, দিল্লির বসন্ত বিহার অম্বেদকর কলোনির বাসিন্দা আদর্শ কুমার সিং, গুরুগ্রামের খেড়লার বাসিন্দা কুশল রোহিল্লা, উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলার বিজৌরি গ্রামের বাসিন্দা পীযূষ চৌহান, এনআইটি ফরিদাবাদের বাসিন্দা বিবেক চোপড়া, গোপালগঞ্জ দহিবাট্টার বাসিন্দা গুলশন কুমার, দিল্লির ডেরা মেহরৌলি গ্রামের বাসিন্দা রাজকুমার, জয়পুর ঘোটওয়ারা শিব কলোনির বাসিন্দা পূজা চৌহান, ভিওয়ানির বাসিন্দা ভাবনা, গোয়ালিয়রের বাসিন্দা অনামিকা রাজাওয়ত এবং দিল্লির মহিপালপুরের দেব অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রিয়া শর্মা।
Location :
Gurgaon,Haryana
First Published :
June 24, 2024 5:55 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সারাদিন ঘরে চলত রহস্যজনক কাজ, খবর পেয়ে হানা পুলিশের; জালে পড়ল ৪ মহিলা-সহ ১২ জন