Viral: Bizarre Alien: ‘ভিনগ্রহের প্রাণী’ বলেই নিশ্চিত নেট দুনিয়া, সিডনির অদ্ভুতদর্শন প্রাণী ঘিরে জমাট রহস্য

Last Updated:

Viral: Bizarre Alien: সামাজিক মাধ্যমের পাশাপাশি তাকে ঘিরে উত্তেজনা ও আগ্রহের পারদ চড়ছে বায়োলজিস্ট ও অ্যাকাডেমিকসদের মধ্যেও (Sydney Alien)

Viral: Bizarre Alien
Viral: Bizarre Alien
সিডনি : ভারী বৃষ্টিতে ধুয়ে যাওয়া সিডনিতে পাওয়া গেল অদ্ভুতদর্শন এক জীব ( Viral Bizarre Alien )৷ সামাজিক মাধ্যমের পাশাপাশি তাকে ঘিরে উত্তেজনা ও আগ্রহের পারদ চড়ছে বায়োলজিস্ট ও অ্যাকাডেমিকসদের মধ্যেও (Sydney Alien)৷
প্রাতঃভ্রমণের সময় এই প্রাণীটিতে হোঁচট খেয়ে পড়ে যান হ্যারি হায়েস৷ ইদানীং ভারী বর্ষণ হয়েছে সিডনিতে৷ কিন্তু বৃষ্টিতে ধুয়ে যাওয়া রাজপথে প্রাণিটি আবিষ্কৃত হয়নি৷ সেটিকে পাওয়া গিয়েছে শহরতলির ম্যারিকভিল অংশে৷ আবিষ্কর্তার কথায়, ‘‘আমার ধারণা এটা কোনও ভ্রূণ৷ তবে কোভিড অতিমারি, যুদ্ধ এবং সাম্প্রতিক বর্ষায় এটাকে অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলেও মনে হচ্ছে৷’’ ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখান থেকেই ট্যুইটার-সহ সামাজিক মাধ্যমের অন্যত্র ভিডিওটি ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা গিয়েছে, তিনি কাঠি দিয়ে প্রাণীটিক নড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন৷ একই রকমভাবে সেটি পড়ে রইল৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by @_harryhayes

advertisement
জনপ্রিয় অস্ট্রেলীয় ইউটিউবার লিল অহেনকান এই প্রাণীর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা মাত্র সেটি ভাইরাল হয়ে পড়েছে৷ সামাজিক মাধ্যমে নেটিজেনরা এটিকে ভিনগ্রহের প্রাণী বা অ্যালিয়েন বলেই মনে করছেন৷ কারওর কারওর ধারণা, এটি হাঙরের ভ্রূণ৷ অনেকে মনে করছেন হতে পারে এটি অন্য কোনও সামুদ্রিক প্রাণী৷ তবে বেশিরভাগ নেটিজেনই একে ভিনগ্রহের প্রাণী হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : আক্রান্ত হন স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে, ভ্যালেন্টাইন্স ডে-তে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন পঞ্চাশোর্ধ্ব মহিলা
বায়োলজিস্টরাও ভেবে দিশা পাচ্ছেন না এই প্রাণীকে নিয়ে৷ প্রাণীবিদ এলি এলিসা ইনস্টাগ্রামে এর ছবি রিপোস্ট করেছেন৷ জানতে চেয়েছেন প্রাণীটির পরিচয়৷ তাঁরও ধারণা, এটি কোনও প্রাণীর ভ্রূণ৷ কিন্তু নিশ্চিত হতে পারছেন না৷ নেটিজেনদের মধ্যে আলোচনায় উঠে এসেছে একাধিক প্রাণীর নাম৷ সম্ভাব্য উত্তরের মধ্যে এগিয়ে আছে ক্যাটলফিশ ভ্রূণ, অঙ্কুরিত বীজ এবং ব্যাঙাচি৷ সংশয় দূর করে আপাতত আজব প্রাণীর পরিচয় নিয়ে ভাবছে সামাজিক মাধ্যম এবং গবেষক মহল৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Bizarre Alien: ‘ভিনগ্রহের প্রাণী’ বলেই নিশ্চিত নেট দুনিয়া, সিডনির অদ্ভুতদর্শন প্রাণী ঘিরে জমাট রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement