Viral: Bizarre Alien: ‘ভিনগ্রহের প্রাণী’ বলেই নিশ্চিত নেট দুনিয়া, সিডনির অদ্ভুতদর্শন প্রাণী ঘিরে জমাট রহস্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral: Bizarre Alien: সামাজিক মাধ্যমের পাশাপাশি তাকে ঘিরে উত্তেজনা ও আগ্রহের পারদ চড়ছে বায়োলজিস্ট ও অ্যাকাডেমিকসদের মধ্যেও (Sydney Alien)
সিডনি : ভারী বৃষ্টিতে ধুয়ে যাওয়া সিডনিতে পাওয়া গেল অদ্ভুতদর্শন এক জীব ( Viral Bizarre Alien )৷ সামাজিক মাধ্যমের পাশাপাশি তাকে ঘিরে উত্তেজনা ও আগ্রহের পারদ চড়ছে বায়োলজিস্ট ও অ্যাকাডেমিকসদের মধ্যেও (Sydney Alien)৷
প্রাতঃভ্রমণের সময় এই প্রাণীটিতে হোঁচট খেয়ে পড়ে যান হ্যারি হায়েস৷ ইদানীং ভারী বর্ষণ হয়েছে সিডনিতে৷ কিন্তু বৃষ্টিতে ধুয়ে যাওয়া রাজপথে প্রাণিটি আবিষ্কৃত হয়নি৷ সেটিকে পাওয়া গিয়েছে শহরতলির ম্যারিকভিল অংশে৷ আবিষ্কর্তার কথায়, ‘‘আমার ধারণা এটা কোনও ভ্রূণ৷ তবে কোভিড অতিমারি, যুদ্ধ এবং সাম্প্রতিক বর্ষায় এটাকে অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলেও মনে হচ্ছে৷’’ ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখান থেকেই ট্যুইটার-সহ সামাজিক মাধ্যমের অন্যত্র ভিডিওটি ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা গিয়েছে, তিনি কাঠি দিয়ে প্রাণীটিক নড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন৷ একই রকমভাবে সেটি পড়ে রইল৷
advertisement
advertisement
advertisement
জনপ্রিয় অস্ট্রেলীয় ইউটিউবার লিল অহেনকান এই প্রাণীর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা মাত্র সেটি ভাইরাল হয়ে পড়েছে৷ সামাজিক মাধ্যমে নেটিজেনরা এটিকে ভিনগ্রহের প্রাণী বা অ্যালিয়েন বলেই মনে করছেন৷ কারওর কারওর ধারণা, এটি হাঙরের ভ্রূণ৷ অনেকে মনে করছেন হতে পারে এটি অন্য কোনও সামুদ্রিক প্রাণী৷ তবে বেশিরভাগ নেটিজেনই একে ভিনগ্রহের প্রাণী হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছেন৷
advertisement
আরও পড়ুন : অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট, ছোটদের প্রিয় প্যাডিংটন ভালুকের কণ্ঠস্বর জেলেনস্কি-ই
Hey world. What in the what IS this thing? I thought possum/glider embryo but I have no context or scale and none of my peers can agree. What is this? #mysteryblob https://t.co/86DAwrtQpD
— Biologist Ellie (@biologist_ellie) March 1, 2022
advertisement
আরও পড়ুন : আক্রান্ত হন স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে, ভ্যালেন্টাইন্স ডে-তে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন পঞ্চাশোর্ধ্ব মহিলা
বায়োলজিস্টরাও ভেবে দিশা পাচ্ছেন না এই প্রাণীকে নিয়ে৷ প্রাণীবিদ এলি এলিসা ইনস্টাগ্রামে এর ছবি রিপোস্ট করেছেন৷ জানতে চেয়েছেন প্রাণীটির পরিচয়৷ তাঁরও ধারণা, এটি কোনও প্রাণীর ভ্রূণ৷ কিন্তু নিশ্চিত হতে পারছেন না৷ নেটিজেনদের মধ্যে আলোচনায় উঠে এসেছে একাধিক প্রাণীর নাম৷ সম্ভাব্য উত্তরের মধ্যে এগিয়ে আছে ক্যাটলফিশ ভ্রূণ, অঙ্কুরিত বীজ এবং ব্যাঙাচি৷ সংশয় দূর করে আপাতত আজব প্রাণীর পরিচয় নিয়ে ভাবছে সামাজিক মাধ্যম এবং গবেষক মহল৷
Location :
First Published :
March 02, 2022 7:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Bizarre Alien: ‘ভিনগ্রহের প্রাণী’ বলেই নিশ্চিত নেট দুনিয়া, সিডনির অদ্ভুতদর্শন প্রাণী ঘিরে জমাট রহস্য