advertisement

'খাবে চলো, খাবে চলো!' বিরিয়ানির বাক্স পেয়ে কলকাতার খুদের সে কী উচ্ছ্বাস! ভিডিও দেখে মন গলল নেটদুনিয়ার!

Last Updated:

কলকাতার এক খুদে বিরিয়ানি হাতে উচ্ছ্বাসে মেতে উঠেছে, ভিডিও ভাইরাল! নেটিজেনরা মিলিয়ে ফেললেন আর এক ঘটনাকে। কী হয়েছিল? দেখুন ভিডিও।

News18
News18
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্যাকেট হাতে বাড়িতে ঢুকেই বারবার ‘বিরিয়ানি’ শব্দটা বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে এক খুদে। চোখেমুখে উচ্ছ্বাস, মুখভরা হাসি—সব মিলিয়ে তার খুশি লুকোনোর উপায় নেই। ভারতে খাবারপ্রেমীদের হৃদয়ে বিরিয়ানির আলাদা জায়গা আছে, আর কলকাতার এই ছোট্ট ছেলেটা সেটাই যেন প্রমাণ করে দিল। ভাইরাল হওয়া ছোট্ট ভিডিওতে দেখা যায়, খাবারের প্যাকেট হাতে বাড়িতে ঢুকেই সে উচ্ছ্বাসে ‘বিরিয়ানি’ বলতে থাকে। উজ্জ্বল চোখ আর বড় হাসিতে বোঝাই যাচ্ছে, প্যাকেটটা খুলে প্লেটে পড়া পর্যন্ত তার ধৈর্য নেই। ভিডিও দেখে মনে হচ্ছে, সে বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশন করতে বলছে।
এই উচ্ছ্বাস একেবারেই খাঁটি ও নিঃস্বার্থ—যেন বহুদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। পুরো ভিডিও জুড়েই ছেলেটা হাসতেই থাকে, আনন্দ সামলাতে না পেরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা এই প্রতিক্রিয়াকে ভীষণ রিলেটেবল বলে মনে করেছেন। মুহূর্তটা যেমন হাসি ফুটিয়েছে, তেমনই ভিডিও শেষে অনেকেরই বিরিয়ানির লোভ বেড়ে গিয়েছে।
advertisement
advertisement

নেটদুনিয়ায় মন জয় করল খুদের বিরিয়ানি-প্রীতি

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “Biriyani dekh ke aise hi khush ho jati hun (বিরিয়ানি দেখলেই এমনিই খুশি হয়ে যাই)।”

View this post on Instagram

A post shared by Ukhti🌷 (@_hayabloom)

advertisement
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লিখেছেন, “Biriyani paglu।”
আরও একজন মন্তব্য করেন, “Every Sunday Biryani is compulsory।”
একজনের মন্তব্য, “My future kid for sure।”
আরও একজন যোগ করেন, “What a cute happiness।”

মুম্বইয়ের পুরনো বিরিয়ানি কাণ্ড ফের আলোচনায়!

এই খুদের বিরিয়ানি-প্রীতি যখন মন জয় করছে, তখন নেটিজেনদের মনে পড়ে যাচ্ছে আরও এক পুরনো ঘটনা। কয়েক বছর আগে মুম্বইয়ের এক তরুণী নেশাগ্রস্ত অবস্থায় বেঙ্গালুরুর জনপ্রিয় রেস্তোরাঁ Meghana Foods থেকে বিপুল পরিমাণ বিরিয়ানি অর্ডার করেছিলেন। প্রায় ২,৫০০ টাকার সেই অর্ডারটি করা হয়েছিল Zomato Legends-এর মাধ্যমে, যেখানে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় খাবার অর্ডার করা যেত। পরে ওই তরুণী টুইটারে ঘটনাটি শেয়ার করলেও সেই পোস্টটি এখন আর উপলব্ধ নেই।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'খাবে চলো, খাবে চলো!' বিরিয়ানির বাক্স পেয়ে কলকাতার খুদের সে কী উচ্ছ্বাস! ভিডিও দেখে মন গলল নেটদুনিয়ার!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement