আপনার এলাকায় ভুবন বাদ্যকরকে আনতে চান? ঝুলনে যাচ্ছেন 'বাদাম কাকু'! পারিশ্রমিক শুনলে চমকে যাবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Jhulan Utsav: আপনার এলাকায় ভুবন বাদ্যকরকে আনতে চান? তাহলে প্রস্তুত থাকুন, বাদাম কাকুর বাজেট কিন্তু এখন আর ছোটখাটো নয়!
বীরভূম: আপনার এলাকায় ভুবন বাদ্যকরকে আনতে চান? তাহলে প্রস্তুত থাকুন, বাদাম কাকুর বাজেট কিন্তু এখন আর ছোটখাটো নয়! ‘কাঁচা বাদাম’ গান শুনলেই যার ছবি চোখের সামনে ভেসে ওঠে, সেই ভুবন বাদ্যকর আবারও আলোচনায়। সাদামাটা বাদাম বিক্রেতা থেকে সেলিব্রেটিতে পরিণত হওয়া বীরভূমের দুবরাজপুর ব্লকের কুড়ালজুরি গ্রামের এই মানুষটিকে এবার দেখা যেতে পারে পশ্চিম বর্ধমান জেলার উখরার ঝুলন উৎসবে।
এ প্রসঙ্গে লোকাল ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার উখরার ঝুলন উৎসবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু কনফার্ম নয়, তবে ভুবনবাবু আশাবাদী, সব ঠিকঠাক হলে তিনি হাজির হবেন এই প্রিয় উৎসবে।
আরও পড়ুনঃ আটা, ময়দা মাখার সময় মেশান ‘এক’ চামচ ঠান্ডা জিনিস, সামান্য তেলও শোষণ করবে না! প্রতিটি লুচি ফুলবে বলের মতো, থাকবে তুলতুলে নরম, রইল দারুণ টোটকা
কিন্তু প্রশ্ন উঠছে, এমন জনপ্রিয় শিল্পীকে এনে গানের তালে অনুষ্ঠান জমাতে চাইলে কত টাকা পারিশ্রমিক দিতে হবে? অনেকেই ভাবতে পারেন, ‘বাদাম কাকু’ মানেই সাধারণ মানুষ, তাই পারিশ্রমিকও নিশ্চয়ই কম! কিন্তু বাস্তবটা ঠিক উলটো। ভুবনবাবুর কথায়, যেখানে যাই, যারা ডাকেন তাঁরা সাধারণত গাড়ি ভাড়া নিজেরা দেন। পারিশ্রমিক হিসেবে কেউ ১৬ হাজার দেয়, কেউ বা ২০ হাজার। তবে বিশেষ কিছু ক্ষেত্রে তার থেকেও অনেক বেশি পাওয়া যায়।
advertisement
advertisement
তিনি আরও এক অভিজ্ঞতার কথা ভাগ করে লোকাল ১৮-কে জানিয়েছেন, একবার দিল্লিতে গিয়েছিলাম একজন ভদ্রলোকের মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে। উনি আমাকে পারিশ্রমিক হিসেবে দেড় লক্ষ টাকা দিয়েছিলেন, সঙ্গে একটা আইফোনও গিফট করেন।
সুদীপ্ত গড়াই
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 8:56 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আপনার এলাকায় ভুবন বাদ্যকরকে আনতে চান? ঝুলনে যাচ্ছেন 'বাদাম কাকু'! পারিশ্রমিক শুনলে চমকে যাবেন