Viral Video: বিকিনি পরে 'জল রাক্ষস'-এর সঙ্গে জলকেলি, কী করে এমনটা সম্ভব, ভিডিও দেখে হতবাক সকলেই

Last Updated:

Viral Video: কথাতেই আছে জলে কুমির, ডাঙায় বাঘ। কুমিরকে বলা হয় জলের রাজা। জলে কুমিরের শক্তি কতটা তা নতুন করা বলার অপেক্ষা রাখে না। জলে থাকাকালীন কুমিরের কাছে গরু-ছাগল তো কিছুই নয়, সিংহ, বাঘ, চিতা বাঘ শিকার করাটাও খুব একটা বড় বিষয় নয়।

কথাতেই আছে জলে কুমির, ডাঙায় বাঘ। কুমিরকে বলা হয় জলের রাজা। জলে কুমিরের শক্তি কতটা তা নতুন করা বলার অপেক্ষা রাখে না। জলে থাকাকালীন কুমিরের কাছে গরু-ছাগল তো কিছুই নয়, সিংহ, বাঘ, চিতা বাঘ শিকার করাটাও খুব একটা বড় বিষয় নয়। বড় বড় জঙ্গলের মোষও অনায়াসেই শিকার করে কুমির। শিকারীরাও কুমিরকে ভয় পায়। এমন হিংস্র কুমিরের কবলে যাে কোনও দিনও পড়তে না হয় সেই প্রার্থনাই করে মানুষ।
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কুমিরের সাথে বিকিনি পরে জলে সাঁতার কাটছে এক মহিলা। কুমিরটি যেন তাঁর বন্ধু। যেই ভিডিও দেখে সকলেই হতবাক। কুমিরও পোষ মানে তাহলে। সকলের মনে একটাই প্রশ্ন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট gatorboys_chris-এ একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে বিকিনি গার্লকে একটি বিপজ্জনক কুমিরের সঙ্গে জলকেলি করতে দেখা যায়। প্রাণের ভয়কে উপেক্ষা করে ওই মহিলাকে দেখা যায় কুমিরের সঙ্গে বেশ উপভোগ করছে বিষয়টি।
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। কুমিরের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মেয়েটির মধ্যে কোথাও কোনও ভয় ছিল না। কুমিরটিকেও মেয়েটির ক্ষতি করতে দেখা যায়নি। কুমিরের মতো বিপজ্জনক প্রাণীর সঙ্গে একজন মহিলা সাঁতারুর এমন স্বাচ্ছন্দ্য মানুষকে অবাক করে। দেখে মনে হবে যেন কুমিরটি ওই মহিলার পোষ মানানো। ভিডিওটির ক্যাপশন অনুসারে- ‘এই দৃশ্যটি ফ্লোরিডার হোমস্টেডের। যেখানে এভারগ্লেডস আউটপোস্ট ওয়াইল্ডলাইফ রেসকিউতে এটি নিরাপদে করা হয়।
advertisement
তবে ভুলেও কোনও দিন কোনও হিংস্র প্রাণীর সঙ্গে এমন কাজ করতে যাবেন না। কারণ ওই মহিলা প্রশিংক্ষণ প্রাপ্ত। ভারগ্লেডস আউটপোস্ট ওয়াইল্ডলাইফ রেসকিউতে তিনি কুমিরদের প্রশিক্ষণ দেন। সেই কারণেই সে তার সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তা সত্ত্বেও মেয়েটির সাহস দেখে হতবাক সকলেই।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিকিনি পরে 'জল রাক্ষস'-এর সঙ্গে জলকেলি, কী করে এমনটা সম্ভব, ভিডিও দেখে হতবাক সকলেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement