বিয়ে হচ্ছে না, সেই দুঃখে চিঠি লিখলেন স্বয়ং ভগবান ভোলানাথকে, পাঠালেন এই ঠিকানায়; তারপর যা হল…

Last Updated:

শ্রাবণ মাসের এই আরাধনার মরশুমে ভগবান ভোলানাথের উদ্দেশ্যে চিঠি লিখেছেন এক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই চিঠি।

বিয়ে হচ্ছে না, সেই দুঃখে চিঠি লিখলেন স্বয়ং ভগবান ভোলানাথকে (Photo: Social Media)
বিয়ে হচ্ছে না, সেই দুঃখে চিঠি লিখলেন স্বয়ং ভগবান ভোলানাথকে (Photo: Social Media)
শ্রাবণ মাস চলছে। এই সময়ে নিজেদের সমস্ত মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে ভগবান ভোলানাথের জন্য উপবাস পালন করেন ভক্তরা। অনেক ভক্ত আবার কাঁওয়াড় কাঁধে নিয়ে শত শত কিলোমিটার পায়ে হেঁটে ভগবানের ভোলেনাথের কাছে যাত্রা করেন। ফলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বহু কাঁওয়াড় তীর্থযাত্রীর ভিডিও। এই ভক্তরা নিজেদের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করছেন। কাউকে কাউকে খুব ভারি কাঁওয়াড় নিয়েই ভগবান ভোলানাথের কাছে যেতে দেখা যাচ্ছে, তো আবার কোনও কোনও ভক্ত শ্রবণকুমারের মতো মা-বাবাকে কাঁওয়াড়ে বসিয়ে দেবাদিদেব মহাদাবের দরবারে যাচ্ছেন।
শ্রাবণ মাসের এই আরাধনার মরশুমে ভগবান ভোলানাথের উদ্দেশ্যে চিঠি লিখেছেন এক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই চিঠি। আসলে চিঠিতে ওই ভক্ত ভগবান ভোলানাথের কাছে নিজের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কী সেই সমস্যা? আসলে বিয়ে না হওয়ায় মন খারাপ ছিল ওই যুবকের। অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছিল না ওই যুবকের। সেই কারণে যুবক তাঁর অভিযোগ ভোলেবাবার কাছে জানানোর সিদ্ধান্ত নেন। তবে তাঁর সেই চিঠি ভাইরাল হতেই রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
advertisement
advertisement
advertisement
যাতে তাঁর বিয়ে তাড়াতাড়ি হয়, তার জন্য ভগবান শিবের কাছে অনুরোধ জানিয়েছিলেন ওই ভক্ত। চিঠিতে তিনি লিখেছেন, বহু চেষ্টা করেও বিয়ের জন্য মেয়ে খুঁজে পাননি। আসলে প্রেম করেও বিয়ে হচ্ছে না, আর না হচ্ছে দেখাশোনা করে বিয়ে। এমতাবস্থায় শেষ আশা নিয়ে ভগবান ভোলানাথের কাছেই চিঠি লিখেছেন ওই যুবক। দেবাদিদেবের কাছে ভক্তের আর্জি, তিনি যেন কোনও মেয়ের মন বদলে দেন, যাতে সেই মহিলা যেন তাঁকে বিয়ে করে নেন।
advertisement
ওই যুবক চিঠিতে এ-ও লিখেছেন যে, এই শ্রাবণ মাসে যদি তিনি বিয়ের জন্য মেয়ে পেয়ে যান, তাহলে তিনি ভগবান ভোলানাথের উদ্দেশ্যে দুই বস্তা ভাঙ নিবেদন করবেন। এছাড়া এক কেজি গাঁজা অর্পণ করার কথাও বলেছেন ওই যুবক। আর আর সবচেয়ে মজার বিষয় হল – এই চিঠির ঠিকানা। কারণ ওই যুবক কৈলাস পর্বতের ঠিকানায় পাঠিয়েছিলেন চিঠিটি। স্বাভাবিক ভাবেই এই চিঠি পড়ে হাসি থামছে না নেটিজেনদের।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ে হচ্ছে না, সেই দুঃখে চিঠি লিখলেন স্বয়ং ভগবান ভোলানাথকে, পাঠালেন এই ঠিকানায়; তারপর যা হল…
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement