ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন সেনা জওয়ান, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোতেই পুলিশ ঘিরে ধরল ! তারপর ?

Last Updated:

Begusarai Latest News: ধৃত রাজকিশোরকে দেড় বছর আগে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয়েছিল। বর্তমানে মণিপুরে পোস্টিং ছিল তাঁর। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন। গত তিন-চার দিন ধরে গ্রামেই ছিলেন তিনি।

ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন সেনা জওয়ান, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোতেই পুলিশ ঘিরে ধরল ! তারপর ?
ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন সেনা জওয়ান, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোতেই পুলিশ ঘিরে ধরল ! তারপর ?
বেগুসরাই, বিহার: বিপুল বিস্ফোরক-সহ এক যুবককে গ্রেফতার করল বেগুসরাই পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, লোহিয়া নগর রেলওয়ে ওভারব্রিজের কাছে তল্লাশি অভিযান চালানো হয়। তখনই হাতে নাতে ধরা পড়ে ওই যুবক।
ধৃত যুবক মাটিহানি থানার খোরামপুর চকোরের বাসিন্দা সিকান্দার যাদবের ছেলে রাজকিশোর যাদব। তাঁর কাছ থেকে ৭৫টি ডেটোনেটর এক্সপ্লোসিভ এবং ৯০টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ধৃত যুবক সেনাবাহিনীর জওয়ান। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
advertisement
advertisement
গভীর রাতে পুলিশের কাছে খবর আসে, এক ব্যক্তি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে লোহিয়ানগরের দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রেলওয়ে ওভারব্রিজের কাছে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তল্লাশি। অভিযুক্তের গাড়ি ঘিরে ফেলে পুলিশ কর্মীরা। এদিকে, পুলিশ দেখেই দুই দুষ্কৃতী চম্পট দেয়। হাতেনাতে ধরা পড়ে রাজকিশোর।
তল্লাশিতে গাড়ি থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। জানা গিয়েছে, ধৃত রাজকিশোরকে দেড় বছর আগে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয়েছিল। বর্তমানে মণিপুরে পোস্টিং ছিল তাঁর। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন। গত তিন-চার দিন ধরে গ্রামেই ছিলেন তিনি।
advertisement
বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বিহার পুলিশ। ঘটনার পরই থানায় গিয়ে অভিযুক্ত যুবককে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এসপি মণীশ। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি-সহ একাধিক দলকে ডাকা হয়েছে। অভিযুক্ত রাজকিশোর কোথা থেকে এত বিস্ফোরক পেল, এসব নিয়ে কোথায় যাচ্ছিল, কোথায় এই বিস্ফোরক ব্যবহার করা হত সেসব খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী বা নকশাল সংগঠনের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
এসপি মণীশ জানিয়েছেন, ধৃত যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে। এগুলো বাড়িঘর ভাঙতে এবং ল্যান্ডমাইন বসাতে ব্যবহৃত হয়। ধৃত রাজকিশোরের খোরামপুরের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তবে কোনও আপত্তিজনক সামগ্রী উদ্ধার হয়নি। পরীক্ষা করে দেখা হচ্ছে তাঁর মোবাইল ফোনও। এই বিষয়ে এসপি মণীশ বলেন, ধৃত যুবকের জিজ্ঞাসাবাদ শেষ হলেই বিস্তারিত তথ্য জানানো হবে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন সেনা জওয়ান, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোতেই পুলিশ ঘিরে ধরল ! তারপর ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement