Viral News: ছেলে বিয়েতে বসার আগে তাঁকে স্তন্যপান করাচ্ছেন মা, দেখে ফেললেন নববধূ, তার পর..
- Published by:Uddalak B
Last Updated:
Viral News: আপাতত এই টিকটক ভিডিওটি ডিলিড করে দেওয়া হয়েছে৷ তবে এই কথোপকথনের এপিসোডটি রয়ে গিয়েছে ইউটিউবে৷
নয়াদিল্লি: অবাক কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কী হয়েছে, সেই ঘটনা শুনে চোখ কপালে উঠেছে সকলের৷ ব্রিটেনের জর্জিয়া মিচেল নামে এক ওয়েডিং প্ল্যানার জানিয়েছেন, তিনি একটি বিয়ে আয়োজন করেছিলেন, সেখানে অদ্ভুত কাণ্ড দেখেছিলেন নববধূ৷ তিনি দেখেছিলেন, তাঁর সদ্যবিবাহিত স্বামীকে স্তন্যপান করাচ্ছেন মা৷ তা দেখে চমকে গিয়েছিলেন সকলে৷
একটি পডকাস্ট জনপ্রিয় হয়েছে ‘দ্যা ইউনিফিল্টার্ড ব্রাইড’৷ বেথ স্মিথ নামে এক কো-হোস্টকে মিচেল বলেছেন, তিনি জীবনে কোনওদিন এই ঘটনা তিনি দেখেননি৷ বিয়ের আগের মুহূর্তে একবার শৌচালয়ে গিয়েছিলেন সেই বিয়ের বধূ, তিনি সেখানে গিয়েই এই মারাত্মক ঘটনা দেখেন৷ তিনি কী দেখলেন, তা চোখকে বিশ্বাস করে উঠতে পারেননি তখন৷ হঠাৎ দুঃস্বপ্ন নেমে এসেছিল তাঁর জীবনে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
তার পর এই ঘটনার আরও বিস্তারিত জানতে মিচেলকে আরও জিজ্ঞাসা করেন তিনি৷ তিনি বলেন, ‘‘তিনি কী দেখেছিলেন বলে আপনার মনে হয়৷’’ এই প্রশ্ন করার সময় আসল কথাটি প্রকাশ্যে আসেনি৷ তখন মিচেলকে বেশ কয়েকটি অপশন দিয়েছিলেন হোস্ট৷ তিনি বলেছিলেন, ‘কী দেখেছিলেন ওই মহিলা৷ বর কী মাদক নিচ্ছিলেন, বা হস্তমৈথুন করছিলেন, বা অন্য কোনও মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন?’’ মিচেল সেই সময়ে বলেন, ‘‘না, তিনি দেখে ফেলেছিলেন ওই ছেলের মা ছেলেটিকে স্তন্যপান করাচ্ছিলেন৷’’
advertisement
আপাতত এই টিকটক ভিডিওটি ডিলিড করে দেওয়া হয়েছে৷ তবে এই কথোপকথনের এপিসোডটি রয়ে গিয়েছে ইউটিউবে৷ তবে পরিবেষক অবাক হয়ে গিয়েছিলেন, কেন ওই মহিলা ছেলেকে স্তন্যপান করাচ্ছিলেন৷ মিচেল বলেন. সে কথা খুব স্পষ্ট করে বোঝার উপায় নেই৷ তবে চিকিৎসকরা বলছেন, মনে করা হয়, ওই মহিলা ছেলেকে স্তন্যপান করানো কোনওদিন বন্ধ করেননি৷ সেই কারণেই তাঁর অভ্যাস রয়ে গিয়েছে৷ সন্তান জন্ম দেওয়ার এতদিন পরও তাঁর দুগ্ধ উৎপাদনে কোনও সমস্যা হচ্ছে না৷
advertisement
তার পর কী হল? তারপর মিচেল বলেন, আর কী হবে, যা হওয়ার তাই হয়েছে৷ এর পর নিশ্চয়ই বিয়ে হওয়ার কথা নয়৷ সবাই অপেক্ষা করছিলেন, কিন্তু বিয়েটা বোধহয় শেষ পর্যন্ত হয়নি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 5:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ছেলে বিয়েতে বসার আগে তাঁকে স্তন্যপান করাচ্ছেন মা, দেখে ফেললেন নববধূ, তার পর..