বলাই হয় শ্যেনদৃষ্টি, তবে এই প্রাণীদেরও যে নজর এত প্রখর জানতেন কি?

Last Updated:

জীবজগতের অনেক প্রাণীরই দৃষ্টিশক্তি কল্পনাতীত ভাবে তীব্র। সেই তালিকায় কাদের নাম আছে, জানলে অবাক হবেন যে কেউ।

শ্যেন মানে বাজপাখি। ওদের নজর তো প্রখর হতে হবেই। না হলে আকাশ থেকে কীভাবেই বা দেখবে শিকারকে। তবে, শুধুই এই জাতীয় পাখি নয়, জীবজগতের আরও অনেক প্রাণীরই দৃষ্টিশক্তি কল্পনাতীত ভাবে তীব্র। সেই তালিকায় কাদের নাম আছে, জানলে অবাক হবেন যে কেউ।
ঈগল
প্রথমে কিছু পাখিদের কথা সেরে নেওয়া যাক। বাজপাখির মতোই ঈগলেরও দৃষ্টিশক্তির তারিফ করতেই হবে। এদের ফোভিয়ার মধ্যে অবস্থিত কোনগুলি ছোট এবং দৃঢ় সংগঠিত হওয়ার কারণে অনেক দৃর থেকেও কোন কিছু দেখে তার উপরে দৃষ্টি কেন্দ্রীভূত করতে এদের সুবিধা হয়।
advertisement
বাজপাখি
বাজপাখির কথা প্রথমেই উঠেছিল। কিন্তু নজর প্রখর কেন? আসলে এদের চোখের গঠন বায়নোকুলার, একেবারে সামনা-সামনি দৃষ্টিক্ষেপ করতে পারে এরা, ফলে অনেক দূর থেকেও যে কোনও কিছু চিনে নিতে এদের অসুবিধা নেই।
advertisement
ফ্যালকন
বাজ গোত্রেরই শিকারি প্রাণী, শিকার ধরে খেতে হবে বলে প্রকৃতি এদের দিয়েছে যে কোনও কিছু চেনার অভূতপূর্ব জন্মগত দক্ষতা, তাই কিছুতেই অসুবিধা হয় না।
পেঁচা
advertisement
এই তালিকায় মূলত নিশাচর এই পাখিকেও রাখতে হবে বইকি। দিনের বেলায় এরা চোখে তেমন ভাল দেখে না। তবে, আঁধার ঘনিয়ে এলেই এদের চোখ জ্বলে ওঠে হিরের মতো, তার নজর থেকে শিকারের তখন রক্ষা মেলা ভার।
advertisement
চিতা
আসা যাক চতুষ্পদের কথায় বা পশুর কথায়। চিতারও চোখের গঠন বাজপাখির মতো বায়নোকুলার, এরাও দেখে সামনে সরাসরি নজর ফেলে, সেই সঙ্গে দৃষ্টিশক্তির গভীরতাও অতুলনীয়। তার সঙ্গে যোগ হয়েছে দ্রুতগতি, সচরাচর শিকার এদের ফসকায় না।
হাঙর
ঘোলাটে কাদাজল হোক বা স্বচ্ছ জল, হাঙরের দেখতে কোনওই অসুবিধা নেই। আসলে এদের চোখে আছে রেটিনার পিছনে এক ধরনের মিরর ক্রিস্টাল, এটাই এদের যে কোনও জায়গায় কম আলোতেও দেখতে সাহায্য করে।
advertisement
ড্রাগনফ্লাই
এই মাছি মানুষের মতো বিশদে কোনও কিছু দেখে না। তার উপরে আয়তন ছোট। তা হলে কী হবে, এদের চোখ আর মস্তিষ্ক যে কোনও সংবেদনে দ্রুত সাড়া দেয়, আর সেটাই এদের নজরকে করে তুলেছে প্রখর।
গিরগিটি
এদের নজর প্রখর জেনে অনেকেই অবাক হবেন। তবে মজা হল, এদের চোখ একেবারে টেলিফটো লেন্সের কাজ করে, যে কোনও জিনিসের দারুণ প্রতিফলন এনে দেয় রেটিনায়, তা সম্ভব হয় বহু দূর দেখার ক্ষমতাসম্পন্ন কর্নিয়া আর মাইনাস পাওয়ারের লেন্সের জন্য, ফলে, এরাও বহু দূর থেকে শিকারকে নজরে রেখে যথাসময়ে গ্রাস করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বলাই হয় শ্যেনদৃষ্টি, তবে এই প্রাণীদেরও যে নজর এত প্রখর জানতেন কি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement