হোম /খবর /পাঁচমিশালি /
ঘাসের উপর সবার সামনে এ কী করছেন যুগল, দেখে চোখ কপালে নেট দুনিয়ার

Viral News: ঘাসের উপর সবার সামনে এ কী করছেন যুগল, দেখে চোখ কপালে নেট দুনিয়ার

ঘাসের উপর সবার সামনে এ কী করছেন যুগল, দেখে চোখ কপালে নেট দুনিয়ার

ঘাসের উপর সবার সামনে এ কী করছেন যুগল, দেখে চোখ কপালে নেট দুনিয়ার

যুগল মিলনের দৃশ্য যে শুধু মানুষ দেখেছে তাই নয়, তারা ভিডিও-ও করেছে। আর সেই ভিডিও-তে দেখা গিয়েছে একটি মুরগিকেও।

  • Local18
  • Last Updated :
  • Share this:

    নয়াদিল্লি:  সাপ এক বিশেষ ধরনের সরীসৃপ। যার কোনও কোনও প্রজাতি বিষধর হয়। আর সেই কারণেই সাপের প্রতি মানুষের একটা ভয় রয়েছে সেই কোন আদি কাল থেকে।

    আবার সেই সাপকেই মানুষ পুজো করে। নানা রকম ভাবে ধর্মীয় আচরণের মধ্যে রয়েছে সাপের অনুষঙ্গ। এই বিশেষ সরীসৃপকে নানা ভাবে প্রতীকায়িত করা হয়েছে বারবার।

    আরও পড়ুন: ‘Q’-এর মধ্যেই ঘাপটি মেরে রয়েছে ‘O’! মাত্র ৫ সেকেন্ডে তা খুঁজে বার করতে পারেনি অধিকাংশ মানুষই

    কিন্তু সাপের নাম শুনলেই সাধারণত মানুষ ভয় পেয়ে যায়। আশেপাশে কোথাও সাপ আছে জানলে সাত হাত দূরে পালিয়ে যায় মানুষ। সাধারণত সাপ ছোট ঝোপে বাস করে। আবার কোনও কোনও সাপ থাকে গভীর বনাঞ্চলে। এরা বেশিরভাগই কোনও ছোট প্রাণী, ইঁদুর ইত্যাদি শিকার করে নিয়ে যায় ঝোপ বা গর্তের মধ্যে। সেখানেই লুকিয়ে বসে নিজের ক্ষুধা মেটায়। বিষাক্ত সাপ অবশ্য বেশির ভাগই গভীর বনাঞ্চল বা তার সীমানাবর্তী গ্রামগুলিতে পাওয়া যায়।

    মাঝে মধ্যে শহরাঞ্চলেও সাপ দেখা যায়। আর সাপ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে চিরকালই। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ভেইকোটা মণ্ডলের দেওয়ালাপল্লি গ্রামে দেখা গিয়েছে একজোড়া সাপের মিলন দৃশ্য। এটি এমন একটি এলাকা, যার প্রান্তে রয়েছে বড় বনাঞ্চল। তাই প্রায়ই সাপ আসে এখানে। সাধারণ মানুষ ঝোপের মধ্যে দু’টি সাপের মিলন দৃশ্য দেখতে বেশ উৎসাহী ছিলেন। অনেকেই ভিডিও রেকর্ডিং করেন।

    লোক বিশ্বাস অনুযায়ী অনেকে মনে করেন সাপের মিলন দৃশ্য দেখা খুব সৌভাগ্যের বিষয়। এটি অত্যন্ত শুভ। আবার অনেকে মনে করেন সাপের হাঁটা দেখা ভাল নয়। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিও। যুগল মিলনের দৃশ্য যে শুধু মানুষ দেখেছে তাই নয়, তারা ভিডিও-ও করেছে। আর সেই ভিডিও-তে দেখা গিয়েছে একটি মুরগিকেও। সেই পাখিটিও অবাক চোখে তাকিয়ে থেকেছে সাপ জোড়ার দিকে।


    সবুজ ঘাসের উপর এক পাশ থেকে অন্য পাশে দাপিয়ে বেড়াচ্ছে যুগল সর্প। এমন দৃশ্য ইন্টারনেটে দেখেও বেশ খুশি হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

    First published:

    Tags: Offbeats News