IQ Test: ‘Q’-এর মধ্যেই ঘাপটি মেরে রয়েছে ‘O’! মাত্র ৫ সেকেন্ডে তা খুঁজে বার করতে পারেনি অধিকাংশ মানুষই

Last Updated:

নীল ব্যাকগ্রাউন্ডের উপর সুবিন্যস্ত সাদা রঙে লেখা সারি সারি ইংরেজি ‘কিউ’ (Q) অক্ষর। এর মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে ইংরেজি ‘ও’ (O) অক্ষর।

‘Q’-এর মধ্যেই ঘাপটি মেরে রয়েছে ‘O’! মাত্র ৫ সেকেন্ডে তা খুঁজে বার করতে পারেনি অধিকাংশ মানুষই
‘Q’-এর মধ্যেই ঘাপটি মেরে রয়েছে ‘O’! মাত্র ৫ সেকেন্ডে তা খুঁজে বার করতে পারেনি অধিকাংশ মানুষই
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি এমনই ব্রেন টিজার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ব্রেন টিজারের সমাধান করতে গিয়ে ভালই মাথা খাটাতে হচ্ছে নেটিজেনদের। তাহলে দেখে নেওয়া যাক ছবিটি।
advertisement
ওই ছবিতে দেখা যাচ্ছে, নীল ব্যাকগ্রাউন্ডের উপর সুবিন্যস্ত সাদা রঙে লেখা সারি সারি ইংরেজি ‘কিউ’ (Q) অক্ষর। এর মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে ইংরেজি ‘ও’ (O) অক্ষর। সেটাই খুঁজে বার করতে হবে। তা-ও মাত্র ৫ সেকেন্ডের মধ্যে। বিষয়টা কিন্তু অতটাও সহজ নয়।
কারণ রাশি রাশি ‘কিউ’ অক্ষর চোখ একেবারে ধাঁধিয়ে দেবে। ফলে এর মধ্যে থেকে ‘ও’ অক্ষরটি খুঁজে বার করা একটু মুশকিলই বটে! নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বার করতে না পারলেও অসুবিধা নেই। আরও সময় নিয়ে ছবিটা খুঁটিয়ে পরীক্ষা করলে নিশ্চয়ই পাওয়া যাবে লুকিয়ে থাকা ‘ও’ অক্ষর।
advertisement
বহু খোঁজাখুঁজির পরে না পাওয়া গেলেও সমস্যা নেই। আমরাই সঠিক উত্তরটা দিয়ে দেব। আসলে এখানে মোট ৫টা সারিতে রয়েছে ১৯টি কলাম। আর প্রত্যেকটিতেই লেখা ইংরাজি ‘কিউ’ অক্ষর। ইংরাজি ‘ও’ খোঁজার জন্য মাথা এবং মন শান্ত করে প্রতিটি সারি এবং কলাম খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। তাহলে দেখা যাবে যে, চতুর্থ সারির ঠিক ১৪ নম্বর কলামে লুকিয়ে রয়েছে ইংরেজি ‘ও’ অক্ষর। তাহলে বোঝাই যাচ্ছে যে, এই পরীক্ষার মাধ্যমে নিজের আইকিউ ক্ষমতা একবার ঝালিয়ে নেওয়াই যায়!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
IQ Test: ‘Q’-এর মধ্যেই ঘাপটি মেরে রয়েছে ‘O’! মাত্র ৫ সেকেন্ডে তা খুঁজে বার করতে পারেনি অধিকাংশ মানুষই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement